কোতোয়ালী মডেল থানা পুলিশ কর্তৃক ১৫ (পনের) কেজি গাঁজা সহ ০১ জন চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
অদ্য ১৯/০২/২০২৪খ্রিঃ তারিখে ১১.১৫ ঘটিকায় কোতোয়ালী মডেল থানাধীন বন্দরবাজার এলাকার মহাজনপট্টিস্থ আঃ মুকিত এন্ড ব্রাদার্স নামীয় দোকানের সামনে পাকা রাস্তার উপর কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য ক্রয় বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে মর্মে সংবাদ প্রাপ্ত হয়ে অফিসার ইনচাজর্, মোহাম্মদ মঈন উদ্দিন এর নেতৃত্বে সঙ্গীয় বন্দরবাজার পুলিশ ফাঁড়ির এসআই(নিরস্ত্র)/নিশু লাল দে, এসআই(নিঃ)/কল্লোল গোস্বামী, এএসআই/জামাল উদ্দিন ও অন্যান্য অফিসার ও ফোর্সগণ কোতোয়ালী মডেল থানাধীন বন্দরবাজার এলাকার মহাজনপট্টিস্থ আঃ মুকিত এন্ড ব্রাদার্স নামীয় দোকানের সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে ১। সুমন দাস (৩৮) পিতা- হরিপদ দাস, মাতা- সুশান্তি রানী দাস, সাং- জগন্নাথপুর, থানা- নবীগঞ্জ, জেলা- হবিগঞ্জকে গ্রেফতার করেন। অতঃপর উপস্থিত সাক্ষীদের সম্মুখে উক্ত আসামী সুমন দাস (৩৮) এর হেফাজত হতে ১৫ (পনের) কেজি গাঁজা উদ্ধার পূর্বক জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসামী দীর্ঘদিন যাবৎ সিলেট শহরের বিভিন্ন স্থানে মাদক ব্যবসা করে আসছে মর্মে জানা যায়। উক্ত বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
উল্লেখ্য থানার রেকর্ডপত্র পর্যালোচনা করে গ্রেফতারকৃত আসামী সুমন দাস (৩৮) এর বিরুদ্ধে।
১। হবিগঞ্জ এর চুনারুঘাট থানার ,এফআইআর নং-৩৩/৩৩, তারিখ- ২৬ জানুয়ারি, ২০২২; সময়- ০৩.১৫ ধারা- ৩৬(১) সারণির ১৯(গ)/৪১ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮;।
২। হবিগঞ্জ এর হবিগঞ্জ সদর থানার ,এফআইআর নং-২০, তারিখ- ২৮ ডিসেম্বর, ২০২৩; জি আর নং-৩৩৩, তারিখ- ২৮ ডিসেম্বর, ২০২৩; সময়- ১৬:০৫ ঘটিকার সময়। ধারা- ৩৬(১) সারণির ১৯(খ)/৪১ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮;।
৩। ডিএমপি এর উত্তরা পশ্চিম থানার ,এফআইআর নং-১৬/১১৪, তারিখ- ১২ এপ্রিল, ২০১৭; সময়- ২১.৩০ ঘটিকা ধারা- ১১(গ) ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধনী ২০০৩; তৎসহ ৫০৬ পেনাল কোড সহ একাধিক মামলা রয়েছে।