সিলেট – শাহপরাণ(রহঃ) থানা পুলিশ কতৃক ০৪ টি মামলার সাজাপ্রাপ্ত পরোয়ানাধারী ০১ জন আসামী গ্রেফতার করেছে পুলিশ।
গতকাল রবিবার ১৮/০২/২০২৪খ্রিঃ তারিখ বিকাল ০৪.৩০ ঘটিকার সময় শাহপরাণ(রহঃ) থানাধীন টিলাগড় এলাকা হতে আসামী ০১। আবুল কালাম অজাদ, পিতা- মৃত হাজী মোঃ তোতা মিয়া, সাং-হাউস নং-০৩, রোড নং-১০, ব্লক-এ, শাহজালাল উপশহর, থানা-শাহপরাণ(রহঃ), জেলা-সিলেট, ব্যবসায়িক সাং- মের্সাস বুশরা মটরস, থানা-শাহপরাণ(রহঃ), জেলা-সিলেট এর নামে দায়রা-৭৬৬/১৯, কোতোয়ালী সিআর-১৭৪০/১৫, (০১ বছরের কারাদন্ডসহ ৬০,০০,০০০/- টাকা জরিমানা), দায়রা-২১২/১৯, কোতোয়ালী সিআর-১১৯০/১৮(০৩ মাসের কারাদন্ডসহ ২,১৫,৪২০ টাকা জরিমানা) দায়রা-১৫৯২/১৮, সিআর-৬৩৩/১৮, (০৬ মাসের কারাদন্ডসহ ৮,৬১,৬৮০/- টাকা জরিমানা দায়রা-৩৩৮/১৯, কোতোয়ালী সিআর-১১৮৪/১৮, (০৫ মাসের কারাদন্ড ৬,৪৬,২৬০/- টাকা জরিমানা) মূলে গ্রেফতারী পরোয়ানা থাকায় ওয়ারেন্ট তামিল করেন শাহপরাণ(রহঃ) থানার এসআই/ মোস্তাফিজুর রহমান, এএসআই/ আব্দুল মালিক, এএসআই/ আল-ইমরান সহ সঙ্গীয় ফোর্সবৃন্দ।