প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রনালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ইমরান আহমদ এমপি বলেছেন, মাতৃভাষার জন্য এদেশের মানুষ জীবন দিয়েছেন, ১৯৫২ সালে রক্তের বিনিময়ে অর্জিত আমাদের মাতৃভাষা আন্তর্জাতিক পরিমন্ডলে পরিচিতি লাভ করেছে। ২১ ফেব্রুয়ারী (শহীদ দিবস) আন্তার্জাতিক মাতৃভাষার সীকৃতি পেয়েছে। তাই শুদ্ধ বাংলাভাষা চর্যার মাধ্যমে ভাষার মর্যাদা অক্ষুন্ন রাখতে হবে। শালিনতা বজায় রেখে বাংলা ভাষার সুন্দর ব্যবহার শিক্ষা, শান্তি ও সমাজিক শৃংঙ্খলা অবদান রাখতে পারে। তাই প্রত্যেক শিক্ষার্থীসহ সবাইকে ভাষার মর্যাদাপূর্ণ ব্যবহার শিখতে হবে। মাতৃ ভাষাকে সম্মান জানাতে হবে।
গতকাল (১৯ ফেব্রুয়ারী সোমবার) জৈন্তাপুর উপজেলার চিকনাগুলে হযরত শাহজালাল (রহ.) ডিগ্রি কলেজে শহীদ মিনার এর ভিত্তিপ্রস্থর স্থাপনের উদ্বোধনকালে একথা বলেন।
শহীদ মিনারের ভিত্তি প্রস্থর উদ্বোধনকালে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, জৈন্তাপুর উপজেলা নির্বাহী কমকর্তা মোহাম্মদ সাজেদুল ইসলাম, হযরত শাহজালাল (রহ.) ডিগ্রি কলেজ গভর্নিং বডির সভাপতি ও সিলেট গ্যাস ফিল্ড লি. এর ব্যবস্থাপক (সাধারণ প্রশাসন) মো. হেলাল উদ্দিন, হযরত শাহ্জালাল (রহ.) ডিগ্রি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো. সাখাওয়াত হোসেন, গোয়াইনঘাট সরকারি কলেজের অধ্যক্ষ ফজলুল হক, হযরত শাহজালাল (রহ.) ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ (ভারপ্রাপ্ত) অজয় কুমার রায়, স্থপতি রাজন দাস, ইমরান আহমদ সরকারি মহিলা কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক শাহেদ আহমদ , কলেজের গভর্নিং বডির সদস্য মো. নুরুল ইসলাম, আফসর আহমদ, দাতা ও গভর্নিং বডির সদস্য আলহাজ আজব আলী, চিকনাগুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান চৌধুরী, হরিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিক আহমদ, চিকনাগুল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও গভর্নিং বডির সদস্য ডা. আবুল হাসনাত চৌধুরী, গভর্নিং বডির সদস্য, মো. রফিক আহমদ, শহিদুল ইসলাম, বাদশা মিয়া, গভর্নিং বডির সাবেক সদস্য শেলাল আহমদ, আব্দুল মতি, গভর্নিং বডির শিক্ষক প্রতিনিধি অধ্যাপক কবিতা দাশ, কলেজ শিক্ষক পরিষদের সচিব অধ্যাপক মো. লিয়াকত আলী, জৈন্তা বার্তা পত্রিকার সম্পাদক ফারুক আহমদ, বিশিষ্ট সালিস ব্যক্তিত্ব মৌলানা মুহিবুর রহমান, চিকনাগুল ইউনিয়ন আওয়ামীলীগের সেক্রেটারি রহমত আলী, আওয়ামীলীগ নেতা নৃপেন্দ্র দাস, যুবলীগ নেতা আনোয়ার হোসেন, উপজেলা আওয়ামী লীগ নেতা জাকারিয়া মাহমুদ , মো. ফারুক আহমদ,মোনাজাত করেন মৌলানা আব্দুস সামাদ এছাড়া উপস্থিত ছিলেন কলেজের অন্যান্য শিক্ষক-শিক্ষিকা, কর্মচারী, বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীবৃন্দ। বিজ্ঞপ্তি।
ভাষার মর্যাদাপূর্ণ ব্যবহার সমাজে শান্তি-শৃংঙ্খলা বজায় রাখে: ইমরান আহমদ এমপি
কমেন্ট