অর্থ পাচারের জন্য দায়ীদের শাস্তি নিশ্চিত করুন: বাম গণতান্ত্রিক জোট

অর্থ পাচারের অভিযোগের অনুসন্ধান ও শ্বেতপত্র প্রকাশের দাবিতে বাম গণতান্ত্রিক জোট সিলেট জেলা শাখার উদ্যোগে দেশব্যাপী কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে তালতলাস্হ বাংলাদেশ ব্যাংক কার্যালয়ের সামনে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সোমবার (১৯ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টায় তালতলাস্হ বাংলাদেশ ব্যাংক কার্যালয়ের সামনে সিলেট জেলা বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক , বাসদ জেলা আহ্বায়ক আবু জাফর সভাপতিত্বে ও সিপিবির মনীষা ওয়াহিদের সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিলেট জেলা বাসদ(মার্কসবাদী) আহ্বায়ক উজ্জল রায়, জেলা সিপিবি সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট আনোয়ার হোসেন সুমন,বিপ্লবী কমিউনিস্ট লীগের জেলা সভাপতি সিরাজ আহমদ, সিপিবি জেলা সাধারণ সম্পাদক খায়রুল হাসান, বিপ্লবী কমিউনিস্ট লীগের জেলা সাধারণ সম্পাদক ডাঃ হরিধন দাশ, সিপিবি জেলা সদস্য এডভোকেট নিরঞ্জন দাশ খোকন,বাসদ (মার্কসবাদী) জেলা সদস্য মুখলেছুর রহমান, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট এর শহিদ মিয়া, বেলাল হোসেন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট মহানগর শাখার সাধারণ সম্পাদক বুশরা সোহাইল প্রমূখ ।

বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন,৭ জানুয়ারি  প্রহসনের নির্বাচনের মধ্য দিয়ে নীতিহীন  রাজনীতির চেহারা ও ব্যর্থ নির্বাচন ব্যবস্থা জনসম্মুখে আরেকবার ফুটে উঠলো। এ অবস্থা থেকে রাজনীতি বাঁচাতে নীতিনিষ্ঠ বাম গণতান্ত্রিক রাজনৈতিক শক্তির বিকল্প শক্তি সমাবেশ গড়ে তোলা ছাড়া মানুষের মুক্তি আসবে না।

বক্তারা বলেন,রাজনৈতিক সংকটের পাশাপাশি দেশে অর্থনৈতিক সংকট তীব্র হচ্ছে। নিত্যপণ্যের দাম লাফিয়ে লাফিয়ে বাড়ছে। বিদ্যুৎ, গ্যাস, পানির মূল্যবৃদ্ধির নানা প্রক্রিয়া চলছে। যা জনজীবনের সংকট কে আরও তীব্র করবে।

বিক্ষোভ সমাবেশে বক্তারা,অর্থ পাচারের অভিযোগের অনুসন্ধান ও শ্বেতপত্র প্রকাশ, বিদেশে পাচারের টাকা উদ্ধার, খেলাপি ঋণ আদায়, এর সাথে জড়িত ও দায়ীদের শাস্তি, আর্থিক খাতে অব্যবস্থাপনা, অনিয়ম দূর করাসহ সর্বত্র স্বচ্ছতা নিশ্চিত করার দাবি   জানান।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *