বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড সিলেট জেলা শাখার মানববন্ধন

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড সিলেট জেলা শাখার উদ্যোগে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে। রবিবার (১৮ ফেব্রুয়ারি) সকালে সিলেট নগরীর চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে আয়োজিত মানববন্ধন কর্মসূচীতে সভাপতিত্বে করেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড সিলেট জেলা শাখার সভাপতি মনোজ কপালী মিন্টু।
জেলা শাখার সহ-সভাপতি জাকারিয়া চৌধুরী জাকি ও সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন বিশ^াস পারভেজ এর যৌথ সঞ্চালনায় মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সিলেট জেলা ইউনিটের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সুব্রত চক্রবর্তী জুয়েল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহানগরের ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা রজনী দাস, বীর মুক্তিযোদ্ধা পান্না লাল রায়, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক সিরাজুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আলী আমজাদ, বীর মুক্তিযোদ্ধা অমলেন্দু দাস, বীর মুক্তিযোদ্ধা রঞ্জু পুরকায়স্থ, বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ মিহির রঞ্জন দাস, বীর মুক্তিযোদ্ধা ক্ষিরন দাস।
বীর মুক্তিযোদ্ধাদের সন্তানদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন যুব কমান্ড নেতা মো. সেলিম আহমদ, জৈন্তাপুর উপজেলা সন্তান কমান্ডের সভাপতি শামিম আহমদ, দক্ষিণ সুরমা সন্তান কমান্ডের তথ্য ও প্রযুক্তি সম্পাদক আহসান হাবিব অসীম, সদর উপজেলা সন্তান কমান্ডের সভাপতি ইউছুফ আলী, সহ সভাপতি মঞ্জুল ইসলাম মঞ্জু, সাধারণ সম্পাদক নাইম আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক মিয়া, সুহেল মিয়া, গোয়াইনঘাট উপজেলা সন্তান কমান্ডের সদস্য মিনা বেগম, সিলেট জেলা সন্তান কমান্ডের সদস্য আতাউর রহমান, গোলাপগঞ্জ উপজেলা সন্তান কমান্ডের সভাপতি আব্দুল কাইয়ুম, সাধারণ সম্পাদক শাহাদাত আনোয়ার, কৃষি ভার্সিটির ডেপুটি রেজিস্ট্রার আফরাদুল ইসলাম, জকিগঞ্জ উপজেলা সন্তান কমান্ডের সভাপতি শফিউল আলম মোন্না, সহ সভাপতি বিপলব পাল, সাধারণ সম্পাদক শাহানুর আলম চৌধুরী, সদর উপজেলা সন্তান কমান্ডের সদস্য রোহানা আক্তার, যুব কমান্ড নেতা এজাজ আহমদ।
মানববন্ধনে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের নির্বাচন সহ বিভিন্ন দাবি-দাওয়া তুলে ধরে হয়। দাবিগুলো হলো- মুক্তিযোদ্ধা সন্তানদের বা তদীয় সন্তানদের সর্বস্তরের চাকুরীর কোটা ব্যবস্থা পুনর্বহাল করা, মুক্তিযোদ্ধাদের ভাতা নুন্যতম ৫০,০০০/- টাকা নির্ধারণ করা, মুক্তিযোদ্ধাদের পরিবারের জন্য প্রতিকী মূল্যে রেশন ব্যবস্থা চালু করা, মুক্তিযোদ্ধা পরিবারের জন্য বিনামূল্যে শিক্ষা, চিকিৎসা, গ্যাস, বিদ্যুত, হোল্ডিং টেক্স, ইনকামটেক্স, পানির বিল এবং ভূমি টেক্স ইত্যাদি প্রদানের ব্যবস্থা করা। বিজ্ঞপ্তি

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *