কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাব কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সিনিয়র সহ সভাপতি নির্বাচিত হয়েছেন সিলেট জেলা কমিটির সভাপতি জামিল চৌধুরী।
শনিবার (১৭ ফেব্রুয়ারি) ঢাকা ক্যাব কার্যালয়ে সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত হয়। প্রধান নির্বাচন কমিশনার মীর রেজাউল করিম, সহকারী নির্বাচন কমিশনার স্বপন দেবনাথ ও মোস্তাক আহমদ ভূঁইয়া স্বাক্ষরিত এক পত্রে গোলাম রহমান-কে সভাপতি এবং এডভোকেট হুমায়ুন কবীর ভূঁইয়া-কে সাধারণ সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট কমিটির গঠন করা হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সিনিয়র সহ সভাপতি জামিল চৌধুরী (সিলেট), সহ সভাপতি এস এম নাজের হোসাইন, যুগ্ম সম্পাদক এডভোকেট ডা. মো. শাহনেওয়াজ চৌধুরী, কোষাধ্যক্ষ মঞ্জুর ই খোদা তরফদার, সাংগঠনিক সম্পাদক ড. সৈয়দ মিজানুর রহমান রাজ, প্রচার সম্পাদক ড. মুহাম্মদ সাজেদুল ইসলাম, সদস্য প্রফেসর ড. এম শামসুল আলম, আফরোজা সুলতানা, শওকত আলী খান।
ক্যাব কেন্দ্রীয় নির্বাহী পরিষদের নির্বাচন সম্পন্ন সিলেটের জামিল চৌধুরী সিনিয়র সহ সভাপতি নির্বাচিত
কমেন্ট