পীর হবিবুর রহমানের ২০তম মৃত্যবার্ষিকী শুক্রবার, পরিবারের উদ্যোগে নানা কর্মসূচি

ভাষাসৈনিক ,মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সাবেক সাংসদ বাংলাদেশের প্রগতিশীল আন্দোলনের অন্যতম পুরোধা, বাংলাদেশ প্রগতিশীল রাজনীতির প্রবর্তক, মজলুম জননেতা পীর হবিবুর রহমানের ২০তম মৃত্যু বার্ষিকী শুক্রবার (১৬ ফেব্রুয়ারি)।
মরহুমের নিজ বাড়ি সিলেটের দক্ষিণ সুরমার লালাবাজার ইউনিয়নের বাঘরখলা গ্রামের পীরবাড়িতে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে মৃত্যুদিবসটি পালিত হবে।
মৃত্যুবার্ষিকী উপলক্ষে পারিবারিক ও বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ কর্মসূচী গ্রহণ করেছে। বাঘর খলা পীর বাড়িতে কোরআন খতম, মিলাদ ও দোয়া মাহফিল, শিরনি বিতরণ, মরহুমের কবর জিয়ারত, পুষ্পস্তবক অর্পণ করা হবে।
এছাড়া কর্মসূচিতে অংশগ্রহণকারী নেতৃবৃন্দ মরহুমের পরিবারের সদস্যদের সাথে কুশল বিনিময় করবেন।
১৬ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সবার কাছে দোয়া চেয়েছেন পীর হবিবুর রহমানের নাতি বেলায়েত লিমন।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *