চলো গ্রামে চল

“দেলোয়ার হোসেন দিলু”

ঐ দেখা যায় শাপলা-শালুক ঘেরা আমার গাঁ
বিলের জলে সারি সারি কানা বগির ছা
পাখ পাখালি গাছে গাছে গাইছে কতো গান
মাতাল হাওয়া দোল খেয়ে যায় মাঠের সবুজ ধান ।

ডালে ডালে পাতার ফাঁকে ফল রয়েছে পেকে
আয় খেয়ে যা গানের পাখি বলছে ডেকে ডেকে
বিলের ধারে কলমির ফুল ফুটছে থোকা থোকা
প্রজাপতি মাখছে আবির বলছি ঝিঝি পোকা ।

বনের কোকিল রাখছে নজর পাতার আড়াল থেকে
বলছে ডেকে গান শুনে আজ মাতাল হবে কে কে
মাঠের রাখাল বাঁশির মোহে সুরের মধুর খেলা
ধানের খেতে বসছে আজি সোনা রঙের মেলা ।

উঠোন জুড়ে বসছে সবাই চন্দ্রিমারই রাতে
গল্প হবে জুজু-ভুতের দাদী বুড়ির সাথে
গাঁ জুড়ে আজ রুপের বাহার নামছে রুপের ঢল
দেখবে যদি রুপের বাহার চলরে গ্রামে চল ।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *