সিলেটের ঐতিহ্যবাহী মুরারিচাঁদ (এমসি) কলেজ প্রশাসনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটি’র নতুন কমিটির নেতৃবৃন্দ। বৃহস্পতিবার (১৫ই ফেব্রুয়ারি) কলেজের প্রশাসনিক ভবনে অধ্যক্ষ প্রফেসর আবুল আনাম মো. রিয়াজ ও উপাধ্যক্ষ প্রফেসর সাইফুদ্দীন আহম্মদের সাথে সাক্ষাৎ করেন সংগঠনটির নেতৃবৃন্দ।
রিপোর্টার্স ইউনিটির নতুন সভাপতি ইমরান ইমন ও সাধারণ সম্পাদক লবীব আহমদের নেতৃত্বে এসময় উপস্থিত ছিলেন- সাবেক সভাপতি আশরাফ আহমেদ, বর্তমান সহ-সভাপতি মো. মুছলেহ উদ্দিন মুনাঈম, কোষাধ্যক্ষ মইনুল হাসান আবির ও সদস্য শাহ্ রাকিবুল হাসান রাফি, শ্রীবাস দাস, ফাতেমা আক্তার সুনিয়া প্রমুখ।
এসময় কলেজের অধ্যক্ষ ও উপাধ্যক্ষ নতুন নেতৃবৃন্দকে কলেজ ক্যাম্পাসের সুনাম বৃদ্ধি ও ছড়িয়ে দিতে কাজ করার অনুরোধ জানান। বিজ্ঞপ্তি