বিদ্যাদেবীর আরাধনায় শ্রী শ্রী স্বরস্বতী পূজা উপলক্ষে সিলেট মহানগরীর সকল পূজা কমিটি ও পূজারী বৃন্দের প্রতি শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিলেট মহানগর শাখার নেতৃবৃন্দ। বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন,সুদীর্ঘ কাল থেকে সিলেটের স্বরস্বতী পূজার ঐতিহ্য রয়েছে। ধর্মীয় ভাবগাম্ভীর্যের সাথে সেই ঐতিহ্য রক্ষা করে আমরা স্বরস্বতী মায়ের আরাধনা করবো।মন্দিরে ধর্মীয় গান ও কাসি,ঢোলের বাদ্যযন্ত্র বাজিয়ে পূজার সমস্ত আনুষ্ঠানিকতা সুন্দরভাবে সুসম্পন্ন করতে পূজারী বৃন্দের প্রতি অনুরোধ জানান,
মহানগর পূজা উদযাপন পরিষদ সিলেট এর সভাপতি রজত কান্তি গুপ্ত ও সাধারণ সম্পাদক চন্দন দাশ এক বিবৃতিতে বলেন,১৫ ফেব্রুয়ারী রাত সাড়ে আটটায় স্বরস্বতী পূজার ঐতিহ্যবাহী প্রতিমা শোভাযাত্রা শুরু হবে কোর্ট পয়েন্ট এলাকা থেকে। শোভাযাত্রার ভাবগাম্ভীর্যতা যথাযথভাবে রক্ষা করে সিলেটের ঐতিহ্য সকলে সম্মিলিতভাবে রক্ষার অনুরোধ জানান।নেতৃবৃন্দ শিক্ষার্থী, বয়োবৃদ্ধ নাগরিক ও অসুস্থ মানুষের কথা বিবেচনায় রেখে শব্দ যন্ত্র পরিমিত ভাবে ব্যবহারে পূজারী বৃন্দের প্রতি বিনীতভাবে অনুরোধ জানান।
নেতৃবৃন্দ সন্মানিত নগরবাসীকে স্বরস্বতী পূজার শুভেচ্ছা জানান।
স্বরস্বতী পূজা উপলক্ষে পূজা পরিষদের শুভেচ্ছা ও নিবেদন

কমেন্ট