বাংলাদেশ টেনিস ফেডারেশনের জুনিয়র টেনিস ইনিশিয়েটিভ প্রোগ্রামের আওতায় টেনিসের সম্প্রসারণ ও অধিকতর উন্নয়নের জন্য জেলা পর্যায়ে টেনিস কার্যক্রম শুরু হয়েছে। এই প্রোগ্রামের আওতায় বুধবার (১৪ ফেব্রুয়ারি) সিলেট জেলা টেনিস কমিটির পরিচালনায় সিলেট শহরের শিক্ষা প্রতিষ্ঠান স্টিমেইজ স্কুলের ৬ হতে ১২ বছর বয়সের ১০০ জন শিশুদের অংশগ্রহণে জাতীয় টেনিস প্রশিক্ষকের তত্ত্বাবধানে অত্যন্ত আনন্দমুখর পরিবেশে জুনিয়র টেনিস প্রশিক্ষণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন বাংলাদেশ টেনিস ফেডারেশনের কার্যনির্বাহী সদস্য, সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার যুগ্ম-সম্পাদক ও সিলেট জেলা টেনিস কমিটির সহকারি সম্পাদক ইমরান আহমদ, স্টিমেইজ স্কুলের সিইও মাহবুব সুন্নাহ, ভাইস-প্রিন্সিপাল এমএআই সাদী, একাডেমিক কো-অর্ডিনেটর সাজিদা ও মার্দিয়া, হেড অব ফ্যাসিলিটিজ শাহীন, সিলেট বিভাগীয় ও জেলা ক্রীড়া সংস্থার অফিস সেক্রেটারী বিপুল চন্দ্র তালুকদার, জাতীয় টেনিস প্রশিক্ষক স্বপন, সহকারী প্রশিক্ষক সুভাষ লাল প্রমুখ। বিজ্ঞপ্তি
সিলেটে জুনিয়র টেনিস প্রশিক্ষণ কার্যক্রম শুরু
কমেন্ট