শিক্ষার্থীদের পাশে সারা বাংলা সংগঠনের উদ্যোগে ২০২৪ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) বিকেল ৫টায় আম্বারখানাস্থ কার্যালয়ে এই সংবর্ধনা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের হাতে শিক্ষা উপকরণ তুলে দেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ও বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি রেজি নং-১২০৬৮ এর সিলেট মহানগর শাখার সাধারণ সম্পাদক মো. রাশেদ নেওয়াজ।
এসময় উপস্থিত ছিলেন বাদাম বাগিচা ইউনিট কমিটির সাধারণ সম্পাদক আলমাছ সরদার, সহ সভাপতি মেহেদী হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক সাব্বির আহমদ লিমন, সাংগঠনিক সম্পাদক শাফি আহমদ, ৪নং ওয়ার্ড ইউনিট কমিটির সভাপতি সানজিদা মারওয়া, সৈয়দ মুগনি ও পীরমহল্লা কমিটির সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক উদয় প্রমুখ। দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন মাওলানা শিব্বির আহমদ। বিজ্ঞপ্তি
শিক্ষার্থীদের পাশে সারা বাংলা সংগঠনের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ
কমেন্ট