সিলেট ষ্টেশন ক্লাবের বিশেষ অতিরিক্ত সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেড এর বিশেষ অতিরিক্ত সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টায় ক্লাবের হলরুমে এ বিশেষ অতিরিক্ত সাধারণ সভার আয়োজন করা হয়।
সভায় গঠনতন্ত্র সংশোধন, ক্লাবের আয় ও নতুন সদস্য সংযুক্ত সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।
সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেড এর প্রাক্তন প্রেসিডেন্ট নুরুদ্দীন আহমদ এডভোকেট এর সভাপতিত্বে বিশেষ অতিরিক্ত সাধারণ সভায় বক্তব্য রাখেন ক্লাব প্রেসিডেন্ট মঞ্জুর আহমদ চৌধুরী, সংশোধনী কমিটির আহ্বায়ক ও প্রাক্তন ক্লাব প্রেসিডেন্ট এমাদ উল্লাহ শহিদুল ইসলাম এডভোকেট, সংশোধনী কমিটির সদস্য বিজিত চৌধুরী, সাবেক প্রেসিডেন্ট সদর উদ্দিন আহমদ চৌধুরী, সাবেক ভাইস প্রেসিডেন্ট শাহ মো. মোশাহিদ আলী এডভোকেট, (পরিচালক আপ্যায়ন বিভাগ) কামাল হাসান, ক্লাব সদস্য মো. আতাউর রহমান, হারুন আল রশীদ দিপু, ফেরদৌস চৌধুরী রুহেল, সাহাদত রহিম চৌধুরী, শমসের জামাল, নওশাদ আহমদ চৌধুরী, সুব্রত পুরকায়স্থ, আবু আহমদ সিদ্দীকী, ডা. বনদ্বিপ লাল দাস, মনসুর আহমদ আজাদ, তাহমিন আহমদ, দেলোয়ার জাহান চৌধুরী আপেল, শমসের রাসেল, সুদীপ রঞ্জন সেন (বাপ্পু), লুৎফুর বক্স সাধন, মিলাদ আহমদ, (পরিচালক ক্রীড়া বিভাগ) মুফতী এ.এস শামীম আহমদ, (পরিচালক উন্নয়ন ও আবাসিক বিভাগ) নেহাল মোহাম্মদ হাসনাইন।
এসময় আরো উপস্থিত ছিলেন সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেড এর পরিচালনা পর্ষদের ভাইস প্রেসিডেন্ট এ কে এম মামুনুর রশীদ, পরিচালক (অর্থ ও পরিকল্পনা বিভাগ) মো. তাহমিনুল ইসলাম খান এডভোকেট, পরিচালক (ব্যবস্থাপনা বিভাগ) আব্দুল্লাহ আহমদ, পরিচালক (বিনোদন বিভাগ) মিসবা উদ্দিন চৌধুরী রূপন, পরিচালক (সাংস্কৃতিক বিভাগ) গৌতম চক্রবর্ত্তী প্রমুখ। সাধারণ সভায় সার্বিক সহযোগিতা করেন কোম্পানি সেক্রেটারি পরাগ কান্তি দেব। বিজ্ঞপ্তি

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *