গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের ঐতিহ্যবাহী আছিরগঞ্জ বাজারে সবুজ সাথী ব্যাডমিন্টন একাডেমির আয়োজনে খোকন আহমেদ ও আব্দুল মালিক ব্যাডমিন্টন টুর্ণামেন্টের চ্যাম্পিয়ন হয়েছে ডি.কে রাবেল জুটি। রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করেছে খাগাইল জুটি।
সম্প্রতি আছিরগঞ্জ বাজার সংলগ্ন মাঠে খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সমাজসেবক শাহিদুর রহমান চৌধুরী জাবেদ।
সবুজ সাথী ব্যাডমিন্টন একাডেমির কর্ণধার এবাদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত ফাইনাল খেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা বারের সাবেক সমাজ বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আজিম উদ্দিন, ইউপি সদস্য ফায়দুল ইসলাম ও আব্দুল মোমিত, যুক্তরাজ্য প্রবাসি শরফ উদ্দিন, জামিল আহমদ ক্যরল, জয়নাল উদ্দিন, আলিম উদ্দিন বাবলু, বেলাল উদ্দিন, সালাহ উদ্দিন, হেলাল উদ্দিন, বাহার উদ্দিন, শাহিন উদ্দিন, খোরশেদ আলম, জয়নাল আবেদিন, হাসান আহমদ, জহিরুল ইসলাম।
অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন সবুজ সাথী ব্যাডমিন্টন একাডেমির সাধারণ সম্পাদক রুকন উদ্দিন, সহ সাধারণ সম্পাদক জুবেল আহমদ, সদস্য তানভীর আহমেদ মিলাদ, সাহেদ আহমদ, জামিল হোসাইন, লেইছ, আফজল, মুন্না, আব্বাছ, ওয়াজেদ, শাকিল, আলী জুনিয়র, কাসেম, সামি, তুহিন ও শামিম।
ফাইনাল খেলায় ডি.কে রুহেল অ্যান্ড রাবেল জুটির পক্ষে খেলায় অসাধারণ নৈপুন্য প্রদর্শন করেন দেখের বিখ্যাত ব্যাডমিন্টন খেলোয়াড় নাঈম ও মিজান। আর রানার্সআপ খাগাইল জুটির পক্ষে খেলেছেন ওহিদুল ও শুভ।