মেধার পূর্ণ বিকাশে পড়ালেখার পাশাপাশি খেলাধুলারও প্রয়োজন: ডা. আরমান আহমদ শিপলু 

সিসিকের প্রথম মেয়র বদর উদ্দিন আহমদ কামরানের ছেলে, সিলেট মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ডা. আরমান আহমদ শিপলু বলেছেন জীবনে সফলতা লাভের জন্য পড়াশোনার বিকল্প নেই। মেধার পূর্ণ বিকাশে পড়ালেখার পাশাপাশি খেলাধুলার আয়োজন করা প্রয়োজন। খেলাধুলা শরীর চর্চার ও বিনোদনের পাশাপাশি নেতৃত্বের প্রতি আনুগত্য ও নিয়মানুবর্তিতা শিক্ষা দেয়।
শিক্ষা প্রতিষ্ঠানসমূহে ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন শিক্ষার্থীদের আনন্দ দেয় এবং জীবন গঠনে ভূমিকা রাখে। নগরীর শাহী ঈদগাহস্হ সানরাইজ কিন্ডারগার্টেন স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডা. শিপলু উপরোক্ত কথাগুলো বলেন। গত বৃহস্পতিবার স্কুল প্রাঙ্গনে প্রধান শিক্ষিকা তাহমিনা চৌধুরীর সভাপতিত্বে ও স্কুলের শিক্ষিকা ফাহমিদা পারভিন রুমি’র পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক আব্দুল মালিক জাকা, জাতীয় পুরস্কার প্রাপ্ত যুব সংগঠক আনোয়ার হোসেন।
কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *