সিলেটে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের আনন্দ মিছিল ও শ্রদ্ধাঞ্জলি অর্পণ

বাংলাদেশ ছাত্রলীগ, সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত সিলেটের ৫টি বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের আংশিক কমিটি অনুমোদন দেয়ায় নব-নির্বাচিত কমিটির নেতৃবৃন্দ সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি রবিউল ইসলাম সজীব ও সাধারণ সম্পাদক মাহিদুল ইসলাম অদিকে অভিনন্দন জানিয়ে নগরীতে আনন্দ মিছিল বের করা হয়। বিশ্ববিদ্যালয় গুলো হচ্ছে মেট্রোপলিটন বিশ্ববিদ্যালয়, সিলেট ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যাল, নর্থ ইস্ট বিশ্ববিদ্যালয়, লিডিং বিশ্ববিদ্যালয়, আরটিএম আল-কবির টেকনিক্যাল বিশ্ববিদ্যালয়।
মিছিলটি সোমবার (২ অক্টোবর) বাদ কেন্দ্রীয় শহীদ মিনারের সামন থেকে  শুরু হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সিলেট সিভিল সার্জন কার্যালয়ের সামনে স্থাপিত বঙ্গবন্ধুর মুর‌্যালে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন নেতৃবৃন্দ। পরবর্তিতে নেতৃবৃন্দ হযরত শাহজালাল (রহ.) মাজার জিয়ারত করেন।
এসময় ৫টি বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নব-নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক সহ সকল নির্বাচিত নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *