শিশুর জন্য বিনিয়োগ করি, ভবিষ্যতের বিশ্ব গড়ি, এই স্লোগানকে সামনে নিয়ে বাংলাদেশ শিশু একাডেমি সিলেট আয়োজন করে সাংস্কৃতিক অনুষ্ঠানের। বিকেল সাড়ে চারটায় সিলেট কবি নজরুল অডিটোরিয়ামে হল ভর্তি শিশু ও অভিভাবকদের উপস্থিতিতে আলোচনা ও দলগত পরিবেশনা অনুষ্ঠিত হয়। জেলা শিশু একাডেমির আমন্ত্রণে মুক্তাক্ষর আবৃত্তি সংগঠন অংশগ্রহণ করে।
মুক্তাক্ষরের শিক্ষার্থীরা প্রথমেই কাজী নজরুল ইসলামের দোদুল দোল কবিতাটি আবৃত্তি করে।পরে দলগত জারিগান পরিবেশেনে শেষে দলগত নজরুলের গানে নৃত্য পরিবেশন করে। অনুষ্ঠানে অতিথি দলগুলোর মধ্যে ছিল পাঠশালা, গ্রীনডেজেবোল ফাউন্ডেশন ও শিশু একাডেমির শিক্ষার্থীরা।
কমেন্ট