সিলেট মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে চালিয়ে ৫,০৮,০০০- (পাঁচ লক্ষ আট হাজার) টাকার ভারতীয় পন্য ও ০১টি HIACE গাড়িসহ ০৪ (চার)জন চোরাকারবারীকে গ্রেফতার করেন। রবিবার ০১/১০/২০২৩খ্রিঃ অনুমান ০৬:১০ ঘটিকায় মহানগর গোয়েন্দা বিভাগের টিম-০১ এসএমপি শাহপরাণ (রহ.) থানাধীন পীরেরবাজার সাকিনস্থ সিলেট তামাবিল রোডস্থ মের্সাস রহমান এন্ড সন্স ফিলিং স্টেশন এর সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে আসামী ১। সাদ্দাম হোসেন (২৯), ২। মনোয়ার হোসেন (২১), ৩। কামরুল হাসান (৩৩), ৪। মো. আনোয়ার হোসেন (৩৪)দের কে গ্রেফতার করেন।
তবে গ্রেফতারকালে উক্ত আসামীদের হেফাজত হতে ভারতীয় পণ্য জব্দ করা হয়। আসামীদের বিরুদ্ধে এসএমপি শাহপরাণ(রহ.) থানায় এজাহার দায়ের করে মামলা রুজু করা হয়েছে।অভিযান পরিচালনাকারী কর্মকর্তাবৃন্দ- পুলিশ পরিদশক জনাব অমৃত কুমার দেব, এসআই(নিঃ) অঞ্জন সিংহ এবং সঙ্গীয় ফোর্সবৃন্দ।