শীর্ষ চার নয়, বিশ্বকাপ জিততে চান বাবর

স্পোর্টস ডেস্ক : এশিয়া কাপের সুপার ফোরের শেষ দল ছিল পাকিস্তান। তবে বাবর আজম মনে করিয়ে দিলেন যে, দিনকয়েক আগেও তারা ছিলেন বিশ্বের একনম্বর ওয়ানডে দল। গতবার ওয়ানডে বিশ্বকাপের সেমিফাইনালে খেলা হয়নি পাকিস্তানের। এবার শুধু শেষ চার নয়, আরও ওপরে ওঠা তাদের লক্ষ্য।

ভিসা জটিলতার কারণে দেরিতে ভারতের উদ্দেশে রওয়ানা হওয়ার আগে মঙ্গলবার লাহোরে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন বাবর আজম।

ক্রিকেট পাকিস্তান জানিয়েছে, পাকিস্তানি অধিনায়ক বলেন, ‘শীর্ষ চারে খেলা একটি ছোট লক্ষ্য। আমরা বিশ্বকাপ জিততে চাই। যখন জেতার ক্ষুধা থাকে, তখন আপনি ভালো খেলেন।’

তিনি আরও বলেন, ‘এশিয়া কাপে শেষ দুটি ম্যাচের আগে আমরা ভালো খেলেছিলাম। যদি যেভাবে শেষ করা উচিত ছিল, সেভাবে আমরা পারিনি। তবে ভুল থেকে শিক্ষা নিয়েছি। সেসব পেছনে ফেলে এসেছি। এশিয়া কাপ ছিল অন্য টুর্নামেন্ট। বিশ্বকাপ সম্পূর্ণ ভিন্ন।’

২০২৩ ওয়ানডে বিশ্বকাপে ১৪ অক্টোবর কী হবে? সেদিন আহমেদাবাদে ভারত-পাকিস্তান মহারণ। ২০১৬ টি২০ বিশ্বকাপের পর আবার পাকিস্তান খেলবে ভারতে। ক্রিকেটে এ দুই পড়শির লড়াই কি যুদ্ধের চেয়ে কোনো অংশে কম?

জবাব দিলেন পাকিস্তানের পেসার হারিস রউফ। বললেন, ‘পাক-ভারত ক্রিকেট দ্বৈরথ মাঠেই সীমাবদ্ধ থাকা উচিত। কারণ, দিনশেষে এটা শুধুই একটা খেলা। আমরা কি ভারতের বিরুদ্ধে যুদ্ধ করব? আমরা ক্রিকেট খেলব। খেলাকে খেলার মধ্যেই রাখুন। এটা শুধুই ক্রিকেট, যুদ্ধ নয়।’

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *