স্পোর্টস ডেস্ক: তামিম ইকবালকে নিয়ে একটি ভুল নিউজ মিডিয়ায় প্রকাশ হয়। প্রকাশ হয় দেশ সেরা ওপেনার নাকি বলেছেন, বিশ্বকাপে ৫ ম্যাচের বেশি খেলতে পারবেন না। যে কারণে তাকে বিশ্বকাপ দলে রাখেননি নির্বাচকরা।
এ ব্যাপারে বুধবার বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুকে এক ভিডিও বার্তায় তামিম বলেন, আমি কখনও কোনো সময় বলিনি যে বিশ্বকাপে ৫টা ম্যাচের বেশি খেলতে পারব না। এই কথাটা কোনো সময় হয়নি। গতকাল দল ঘোষণার পর প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু ভাইও মিডিয়াতে একই কথা বলেছেন।
তিনি বলেন, আমি জানিনা কে বা কারা কিভাবে মিডিয়াতে এমনটি ছাড়িয়েছে। এটা সত্যিকার অর্থেই ভুল নিউজ।
তামিম বলেন, আমি নির্বাচকদের বলেছি, আমার শরীরের এখন যে অবস্থা এমনই থাকবে। আপনারা যখন বিশ্বকাপের জন্য দল নির্বাচন করবে এই জিনিসটা মাথায় রেখেই দল নির্বাচন করবেন।