বাংলাওয়াশের সেই রুবেল এবার দর্শক

স্পোর্টস ডেস্ক:  ২০২১ সালের মার্চে ওয়েলিংটনে নিউজিল্যান্ডের বিপক্ষে সর্বশেষ ওয়ানডে ম্যাচ খেলেছিলেন রুবেল হোসেন। সিরিজের শেষ ওয়ানডের শেষ ওভারে ৪ বলে ৪ রান দরকার নিউজিল্যান্ডের। কাইল মিলসের লেগ স্টাম্প উপড়ে তৃতীয় ডেলিভারিতেই খেলা শেষ করে দেন রুবেল।

বাঁধনহারা দৌড়, সতীর্থরাও দৌড়াচ্ছেন তার সঙ্গে উদ্যাপন ভাগাভাগি করতে। ধারাভাষ্য কক্ষ থেকে তখন আতহার আলীর কণ্ঠে ‘বাংলাওয়াশ’, ‘বাংলাওয়াশ’।

রুবেলের সৌজন্যে সেদিন সম্ভব প্রথম কোনো শক্তিশালী দলকে ধবলধোলাইয়ের তিক্ত অভিজ্ঞতা দেওয়া। ৯.৩ ওভারে মাত্র ২৫ রান দিয়ে ৪ উইকেট নিয়েছিলেন এই পেসার। ১৩ বছর পর আজ নিজেদের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে আরেকটি ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ। কিন্তু সেই দুর্দান্ত রুবেল এখন ‘দর্শক’।

আরেকটি নিউজিল্যান্ড সিরিজের আগে কিউইদের ধবলধোলাইয়ের স্মৃতি মনে করিয়ে দিতেই ভারি হয়ে উঠল রুবেলের কণ্ঠ— ‘এটা নিয়ে আপাতত ভাবছি না। আপাতত খেলা নিয়ে তেমন কিছুই ভাবছি না। নিউজিল্যান্ড এসেছে…আমি দলে নেই, এটাই নিজের কাছে বেশি খারাপ লাগছে। দেশকে ১২-১৩ বছর সার্ভিস দিয়েছি। নিউজিল্যান্ডের বিপক্ষে আমার হোম কন্ডিশনে রেকর্ডও অনেক ভালো।’

২০১০ সালে নিজেদের মাঠে নিউজিল্যান্ড সিরিজে ৩ ওয়ানডে ম্যাচে ৩.৮৫ ইকোনমি রেটে ৬ উইকেট নিয়েছিলেন রুবেল। ২০১৩ সালের অক্টোবরে যখন আবার এলো নিউজিল্যান্ড, রুবেল যেন আগের সিরিজ যেখানে শেষ করেছেন, সেখান থেকেই শুরু করেন।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *