অগ্নিদগ্ধ সিলেটের পীরমহল্লার মুহিন আর নেই!

সিলেটের মিরাবাজার বিরতি পেট্রোল পাম্পে সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিদগ্ধ, পাম্পের ব্যবস্থাপক।

সিলেট নগরীর পশ্চিম পীরমহল্লার বাসিন্দা,
নজরুল ইসলাম মুহিন আর নেই।
আজ রাত আনুমানিক ১ টা ৩০ মিনিটে । ঢাকার শেখ হাসিনা বার্ণ এন্ড প্লাস্ট্রিক সার্জারী ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

ইন্নালিল্লাহী ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
আশংকাজনক অবস্থার খবর পেয়ে
তার স্ত্রী সন্তানর ও পরিবারের সদস্যরা ঢাকায় যাচ্ছিলেন শেষ দেখা করতে। কিন্তু তারা ঢাকায় পৌঁছার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়েন মুহিন।

নিহত মুহিনের ছোট ভাই লিটন আহমদ, সিলেট নিউজ টাইমস ডটকমকে জানান, হাসপাতাল কতৃপক্ষের আনুষ্ঠানিকতা শেষ করার পর মৃতদেহ হস্তান্তর করা হলে, তারা সিলেটের উদ্দেশ্য রওয়ানা দিবেন। তবে আনুষ্ঠানিকতা কখন শেষ হবে তা তারা বলতে পারছেন না।
বিরতি পাম্পে অগ্নিদগ্ধ হয়ে এ পর্যন্ত ৫ জন মারা গেছে।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *