বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ছাতক উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী বলেছেন, ১ দফা দাবীতে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে সাধারণ জনগণ আজ মাঠে নেমে আন্দোলন করছে। অতীতে যেমন জনগণ স্বৈরাচারী সরকারের পতন ঘটিয়েছে, সেভাবে এবারও তারা এই সরকারের পতন ঘটাতে বাধ্য হবে। বিদ্যুতের নামে হাজার হাজার কোটি টাকা লুট হয়েছে। ঘনঘন লোডশেডিংয়ে সাধারণ মানুষ দিশেহারা হয়ে পড়েছে। বিএনপিসহ দেশের জনগণের একটাই দাবি, বর্তমান সরকারের পদত্যাগ।
তিনি আরো বলেন, এই সরকারের অধীনে কখনো সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। তিনি বলেন, হাতে আর সময় নেই, এখনই পদত্যাগ করুন। নির্দলীয় নিরপেক্ষ সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করুন। এখনও সময় আছে, মানে মানে ক্ষমতা ছেড়ে দিন, না হয় এদেশের জনগণ আপনাকে টেনে হেচড়ে ক্ষমতা থেকে নামাতে বাধ্য থাকবে।
তিনি সোমবার (১৮ সেপ্টেম্বর) বিকেল ৩টায় সিংচাইড় প্রাথমিক বিদ্যালয় মাঠে ছাতক উপজেলার সিংচাপইড় ১, ২ ও ৩নং ওয়ার্ড বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের উদ্যোগে ফ্যাসিস্ট সরকারের পদত্যাগ সহ নির্দলীয় তত্ত্ববধায়ক সরকারের অধীনে নির্বাচনের ১ দফা দাবীতে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
সিংচাইড় ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফারুক আহমদ এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা বিএনপির সহ সভাপতি ফারুক আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, আবু হুরায়রা সুরত, সহ সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান, চেয়ারম্যান মো. আবুল হাসনাত, গোলাম হোসেন সাকিল, হাফিজুর রহমান, এস এম ছমরু মিয়া, সিলেট মহানগর এর সাবেক সদস্য আলী আমজদ, আনোয়ার হোসেন ময়না, বিএনপির উপজেলা সদস্য কয়েছ আহমদ, আনোয়ার হোসেন সাগর, আতিকুর রহমান, সিংচাপইড় ইউনিয়ন বিএনপির সভাপতি লিয়াছ উদ্দিন, চর মহল্লার সভাপতি সামসুদ্দিন, বিএনপি নেতা রাসেল আহমদ, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আবিদুর রহমান আবিদ, সাবেক প্রচার সম্পাদক মতিউর রহমান, মুশফিকুর রহমান, আনোয়ার খা মেম্বার।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মজনু মিয়া, আলী নূর, ডা. ফজলু খা, মুহিবুর রহমান, আজাদ রাব্বানী, রশীদ আহমদ, হুসিয়ার আলী মেম্বার, আলী হোসেন, ছালেক মিয়া মেম্বার, জেলা যুবদলের সদস্য গাজী মিলটন, উপজেলা যুবদলের সাবেক সদস্য আজিজুর রহমান, যুগ্ম আহবায়ক ফয়ছল আহমদ সুমন, মানিস মিয়া, কামাল হোসেন তালুকদার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম, আহবায়ক কমিটির সদস্য কল আহমদ, জসিম উদ্দিন, সাব্বির আহমদ, সুজন মিয়া, ওলিউর রহমান আলেক, কাওছার আহমদ, আনোয়ার হোসেন, কয়েছ আহমদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম সম্পাদক এমরান আহমদ, সুরমান আলী, যুগ্ম আহবায়ক শাহ কামাল তালুকদার, আবিদুর রহমান, আলা উদ্দিন, দৌলার বাজার ইউপি যুবদলের সভাপতি সুরমান আলী, সিংচাপইড় ইউপি যুবদলের সাবেক সভাপতি সালেহ আহমদ, সাধারণ সম্পাদক ফখর উদ্দিন, ভাতগাঁও ইউপি ছাত্রদলের সাবেক সভাপতি জুবায়েল বিন হাবিব, সিংচাপইড় ইউপি ছাত্রদলের সভাপতি সফিকুর রহমান, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম শাওন, চরমহল্লা ইউপি ছাত্রদলের সভাপতি জুনায়েদ আহমদ, সাধারণ সম্পাদক আবুল হাসনাত, জওয়ারবাজার ইউপি ছাত্রদলের সভাপতি আব্দুস সামাদ, সাধারণ সম্পাদক মিনার আহমদ আবির, ভাতগাঁও ইউপি ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. আলী, দোলার বাজার ইউপি যুবদলের সভাপতি শিবলু আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি