আমি উত্তর চট করে দিতে পারব না: সিইসি

সিলেট নিউজ টাইমস্ ডেস্ক: ভোটের পরিবেশ নিশ্চিত করা নিয়ে নির্বাচন কমিশনের কাজ করার সুযোগ আছে কিনা— এমন প্রশ্নে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, এই প্রশ্নের জবাব আমি চট করে দিতে পারব না।

ভোটের পরিবেশ নিয়ে কি আপনাদের কাজ করার সুযোগ রয়েছে—বিরোধী দলগুলো যে অভিযোগগুলো করছে; ভোটের পরিবেশ এখন নেই, গণমাধ্যমকর্মীদের এমন প্রশ্নের জবাবে সিইসি বলেন, ‘খুবই জটিল প্রশ্ন, আমি উত্তর চট করে দিতে পারব না এই মুহূর্তে। ভোটের পরিবেশ আমরা নিশ্চয়ই পর্যবেক্ষণ করতে থাকব। এটাকে বলে প্রক্ষেপণ; নির্বাচন তিন মাস পরে হবে, ছয় মাস পরে হবে কিন্তু আমাদের পর্যবেক্ষণ বা প্রক্ষেপণ অবশ্যই সজাগ রাখতে হবে।’

রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সোমবার গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী তার সফরে বা রাষ্ট্রীয় কোনো কাজে কোথাও যাচ্ছেন, সরকারি কাজে যাওয়ার পরও যখন ভোট চাইছেন, সেখানে নির্বাচন কমিশনের কথা বলার কোনো এখতিয়ার আছে কিনা—এমন প্রশ্নে সিইসি বলেন, ‘এই প্রশ্নের উত্তর আমি চট করে দিতে পারব না। এখন সবাই নির্বাচন নিয়ে কথা বলছেন। বিএনপি কথা বলছে, আওয়ামী লীগ কথা বলছে, জাতীয় পার্টি কথা বলছে— সবাই কথা বলছে তাদের দৃষ্টিকোণ থেকে; প্রধানমন্ত্রী যদি বলেন, আপনারা আমাদের ছাড়া আর কাউকে ভোট দেবেন না, তা হলে তখন নিশ্চয়ই আমরা হস্তক্ষেপ করতে পারব। উনি ভোট চাইছেন, বিএনপি ভোট চাইছে, জাতীয় পার্টি ভোট চাইছে কিন্তু এ বিষয়টি আমরা ওইভাবে পরীক্ষা-নিরীক্ষা করে দেখিনি।’

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *