বাংলাদেশ পুজা উদযাপন পরিষদের সহ সভাপতি এডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা বলেছেন, দেবোত্তর সম্পত্তি রক্ষায় দেবোত্তর বোর্ড গঠন সহ দেবোত্তর সম্পত্তি সংরক্ষণ আইন, সংখ্যালঘু কমিশন গঠন এবং সংখ্যালঘু সংরক্ষণ আইন প্রনয়ন, বাংলাদেশ হিন্দু ফাউন্ডেশন, বাংলাদেশ বৌদ্ধ ফাউন্ডেশন, বাংলাদেশ খ্রিষ্টান ফাউন্ডেশন গঠন সহ ক্ষামতাসীন দলের ৭ দধফা নির্বাচনী প্রতিশ্রতি সংসদের চলমান অধিবেশনে বাস্তবায়ন করে সংখ্যালঘুদের দেয়া নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ করতে হবে।
তিনি বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে বাংলাদেশ পূজা উপদযাপন পরিষদ সিলেট জেলা ও মহানগর শাখার উদ্যোগে ধর্মীয় সংখ্যালঘু সুরক্ষা আইন, দেবোত্তর বোর্ড ও হিন্দু ফাউন্ডেশন বাস্তবায়নের দাবীতে আয়োজিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
তিনি আরো বলেন, ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের স্বার্থ সংশ্লিষ্ট ৭ দফা নির্বাচনী প্রতিশ্রুতি সংবিধান স্বীকৃতি দাবী। এ যোক্তিক ও ন্যায় সঙ্গত দাবী আদায়ে দেশের সংখ্যালঘু সম্প্রদায় দীর্ঘদিন ধরে আন্দোলন করছে। যা জাতি হিসেবে আমাদের জন্য অত্যন্ত লজ্জ্বার। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণে জন্য পৃথিবীর কোন সভ্য দেশে আন্দোলন করতে হয় না। রাজনৈতিক দল ও সরকার যদি প্রতিশ্রুতি বাস্তবায়ন না করে তাহলে সংখ্যালঘু জনতা কোথায় যাবে? কাকে বিশ্বাস করবে? তিনি সংসদের বর্তমান অধিবেশনে ৭ দফা দাবী বাস্তবায়নের অনুরোধ জানান।
বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ সিলেট জেলার সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোপীকা শ্যাম পুরকায়স্থ এর সভাপতিত্বে ও বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ সিলেট মহানগরের সাধারণ সম্পাদক এপেক্সিয়ান চন্দন দাস এর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক মলয় পুরকায়স্থ, বাংলাদেশ পুজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক অধ্যাপক রজত কান্তি ভট্টাচার্য্য। মানববন্ধনে শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ সিলেট জেলার সাধারণ সম্পাদক এডভোকেট রঞ্জন ঘোষ।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ সিলেট মহানগরের সভাপতি রজত কান্তি গুপ্ত, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদ মহানগরের সাধারণ সম্পাদক প্রদীপ দেব, পুজা উদযাপন পরিষদ মহানগরের সহ সভাপতি নির্মল কুমার সিনহা, সুদীপ পুরকায়স্থ, জেলার যুগ্ম সাধারণ সম্পাদক অখিল বিশ্বাস, মহানগরের যুগ্ম সাধারণ সম্পাদক বাবুল দেব, জেলার কোষাধ্যক্ষ বিদ্যুত কান্তি সেন, ছাত্র ঐক্য পরিষদ মহানগর শাখার আহবায়ক রকি দেব, মহানগরের সদস্য সচিব শুভ্র জ্যোতি সরকার, জেলার ধর্মীয় প্রতিষ্ঠান সম্পাদক এডভোকেট রন চন্দ্র দেব, এয়ারপোর্ট থানার সভাপতি নান্টু রঞ্জন সিংহ, সাধারণ সম্পাদক ভৈরব দেব নাথ, মোগলাবাজার থানার সভাপতি মন মোহন দেবনাথ, সাধারণ সম্পাদক বিশ্বজিৎ দাস, দক্ষিণ সুরমার সভাপতি দিপংকর দাস, সাধারণ সম্পাদক নিখিল মালাকার, শাহপরান থানার সভাপতি বীরেন দেবনাথ, কতোয়ালী থানার সভাপতি এডভোকেট অরবিন্দু দাশ গুপ্ত, সাধারণ সম্পাদক উত্তম ঘোষ, জালালাবাদ থানার সাধারণ সম্পাদক স্বপন পাল, মহানগরের সহ সাংগঠনিক সম্পাদক সঞ্জিপ দত্ত।
আরো বক্তব্য রাখেন রাজ কুমার পাল রাজু, বিমল কান্তি দে, সামন্ত ধর, পাপ্পু বর্ণি, অরুপ রায়, নিখিল দেব, নবেন্দ্র মহাপাত্র ছানা, বিকাশ দাস, নিহার রঞ্জন রায়, মিটুন দৈত্য, অমর দেব, এডভোকেট সুদীপ বৈদ্য, সুব্রত কর, চন্দ্র শেকর দে চপল, জিসু কিষ্ণ দেব জনি, মিন্টু বৈদ্য, শামল রায়, হারাধন দেব প্রবাত প্রমুখ।
মানববন্ধনে ২০১৮ সালের ক্ষমতাসীন সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি ৭ দফা বাস্তবায়নের দাবীতে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদ ঘোষিত আগামী (১৬ সেপ্টেম্বর) শনিবার সকার ৬টা হইতে সন্ধ্যা ৬টা পর্যন্ত গণঅনশন ও গণঅবস্থান কর্মসূচী পালনের লক্ষ্যে ঐক্য পরিষদ সিলেট মহানগর শাখার আয়োজনে ঐতিহাসিক সারদা হল প্রাঙ্গনে দলে দলে সমবেত হওয়ার আহবান জনান। বিজ্ঞপ্তি