বিদেশের মাটিতে থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করায়, যুক্তরাজ্যে বসবাসরত সাবেক শিবির নেতা ফয়েজ আহমেদ, নাজমুল ইসলাম ও ছাত্রদল নেতা নুরুল ইসলাম মাসুদ-কে দেশে ফেরত এনে শাস্তি ও তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করার দাবীতে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ সিলেট জেলা শাখার মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার (১০ সেপ্টেম্বর) বাদ আসর নগরীর কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ আয়োজনের করা হয়।
সিলেট জেলা মুক্তিযুদ্ধ মঞ্চের সহ-সভাপতি মাসুম আহমেদ এর সভাপতিত্বে ও মুক্তিযুদ্ধ মঞ্চের সাধারণ সম্পাদক ইমন ইবনে সা¤্রাজের পরিচালনায় বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধ মঞ্চের যুগ্ম-সাধারন সম্পাদক মুস্তাফিজুর রহমান সোহাগ, সাংগঠনিক সম্পাদক আফজল আহমেদ শুভ, দক্ষিণ সুরমা উপজেলা সাবেক সভাপতি এম আর হাসান, সদস্য রহমান সহ সংগঠনের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি
মুক্তিযুদ্ধ মঞ্চ সিলেট জেলা শাখার মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ
কমেন্ট