বর্ণালী মিউজিক গ্যালারি’র শুভ উদ্বোধন মানুষ যতদিন বেঁচে থাকবে ততদিন স্বপ্ন দেখবে: আনোয়ারুজ্জামান চৌধুরী

সিলেট সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী বলেছেন, মানুষের স্বপ্ন ঠিক তেমনই। স্বপ্নকে আশ্রয় দিতে হবে। আশ্রয় পেলেই স্বপ্ন বাঁচবে। মানুষ যতদিন বেঁচে থাকবে ততদিন স্বপ্ন দেখবে। তিনি আরোও বলেন  আমার সোনার বাংলা এই গানটি “মানুষের হৃদয় ভরে ওঠে। ‘গান দিয়ে শিল্পীরা কত কিছু করতে পারে। দেশপ্রেম, সমাজের কথা, মানুষের কথা, প্রেম-ভালোবাসার কথা গানের মাঝে মানুষ পেত। তিনি বর্ণালী মিউজিক গ্যালারিকে স্বাগত জানিয়ে সার্বিক সহযোগীতার আশ্বাস দিয়েছেন।
তিনি শনিবার (৯ সেপ্টেম্বর) রাতে নগরীর সুবিদ বাজারস্থ একটি অভিজাত রেস্টুরেন্টে বর্ণালী মিউজিক গ্যালারি’র শুভ উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
বর্ণালী মিউজিক গ্যালারি’র পরিচালক বাবুল দেব এর সভাপতিত্বে ও  রিপন এষ চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের নব-নির্বাচিত কাউন্সিলর জগদীশ চন্দ্র দাশ, এড. মৃত্যুঞ্জয় ধর ভোলা, বীর মুক্তিযোদ্ধা গোপিকা শ্যাম পুরকায়স্থ, অধ্যাপক রজত ভট্রাচার্য্য, দেবজ্যোতি মজুমদার রতন, সুব্রত দেব, প্রদীপ দেব, রোটারিয়ান তোফায়েল আহমদ, রোটারিয়ান ওয়াহিদুর রহমান, রোটারিয়ান সেলিম আহমদ, রোটারিয়ান আব্দুল জলীল, রোটারিয়ান ইঞ্জিনিয়ার সোহেল মাহমুদ চৌধুরী, রোটারিয়ান, নিধু ভূষণ দাশ, রোটারিয়ান অরুপ রায়, রোটারিয়ান সাইফুল ইসলাম, রোটারিয়ান আব্দুল্লা আল মামুন, রোটারিয়ান বিশ্বজিৎ দেব সুমন,  রোটারিয়ান এড. সোহেল আহমেদ।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন রোটারিয়ান সালাহ উদ্দিন, ড. চিন্ময় চৌধুরী মিথুন, মানিক লাল দে, অমল দেব, ইঞ্জিনিয়ার রঞ্জিত চৌধুরী, সাংবাদিক আশীষ দে, নিখিলেশ দাশ মিঠু, সঞ্জয় দেব, এডভোকেট স্বপন কুমার দেব, নিত্যকলি আচার্য্য, পান্না দেব, দিপক পাল, মামুনুর রশিদ, শাহ্ মামুন আহমেদ, শাহ্ জালাল উদ্দিন, নুরল হক, মুঞ্জেরিন আহমদ চৌধুরী, জ্যোতিষ চক্রবর্তী, সুমিত দেব প্রমুখ। বিজ্ঞপ্তি

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *