স্পোর্টস ডেস্ক: এশিয়া কাপে সুপার ফোরে শ্রীলংকার বিপক্ষে টসে জিতে বোলিং নিয়েছে বাংলাদেশ। এর আগে গ্রুপপর্বে টাইগারদের প্রথম ম্যাচে শ্রীলংকার বিপক্ষে পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে হেরে যায় বাংলাদেশ।
শনিবার শ্রীলংকার রাজধানী কলম্বোতে বাংলাদেশ সময় সাড়ে ৩টায় শুরু হবে ম্যাচটি।
তিন পেসার ও তিন স্পিনার নিয়ে একাদশ সাজিয়েছে বাংলাদেশ। পেস বিভাগে আছেন— তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও হাসান মাহমুদ। অধিনায়ক সাকিব আল হাসানের সঙ্গে স্পিনে থাকছেন মেহেদী হাসান মিরাজ ও মাহেদি হাসান।
এখন পর্যন্ত ওয়ানডে ফরম্যাটে ৫২ বার মুখোমুখি হয়েছে এই দুদল। এর মধ্যে শ্রীলংকার জয় ৪১টিতে এবং বাংলাদেশ জয় পেয়েছে ৯ ম্যাচে। বাকি দুই ম্যাচ পরিত্যক্ত হয়।
বাংলাদেশ একাদশ
সাকিব আল হাসান (অধিনায়ক), নাইম শেখ, লিটন দাস, তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, শামিম হোসেন, নাসুম আহমদ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও মাহমুদুল হাসান।