বাংলাদেশে সাম্প্রদায়িকতার কোনো স্থান নেই: আনোয়ারুজ্জামান চৌধুরী

সিলেট নিউজ টাইমস্ ডেস্ক:  সিলেটের নব-নির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী বলেছেন, বঙ্গবন্ধুর বাংলাদেশে সাম্প্রদায়িকতার কোনো স্থান নেই। সিলেট সাম্প্রদায়িক সম্প্রীতির নগরী। এই নগরীর সেবক হিসাবে আমি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের সহযোগিতা চাই। সহযোগিতা পেলে আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে স্মার্ট নগরী হিসাবে গড়তে চাই সিলেটকে। গত বুধবার রাত মণিপুরী জন্মাষ্টমী উদযাপন পরিষদ সিলেট বিভাগীয় কমিটি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথাগুলোন বলেন।
‘যুগাবতার ভগবান শ্রীকৃষ্ণ ও মানবধর্ম’ শীর্ষক আলোচনা সভায় সভাপতিত্ব করেন মণিপুরী জন্মাষ্টমী উদযাপন পরিষদ সিলেট বিভাগীয় কমিটির সভাপতি মণিসেনা সিংহ। সাংবাদিক সুনীল সিংহের পরিচালনায় আলোচনা সভায় সম্মানিত অতিথি ছিলেন সিলেটে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনার শ্রী নিরাজ কুমার জয়সওয়াল। মুখ্য আলোচক ছিলেন শ্রীহট্ট শ্রী শ্রী গীতা মন্দিরের আচার্য্য শ্রী বিনীত কুমার চক্রবর্তী। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় সহ-সভাপতি অ্যাডভোকেট মৃত্যূঞ্জয় ধর ভোলা।
মণিপুরী জন্মাষ্টমী উদযাপন পরিষদ সিলেট বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক স্বপন কুমার সিংহের স্বগত বক্তব্যের মধ্যদিয়ে শুরু হওয়া আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মণিপুরী সমাজকল্যাণ সমিতি কেন্দ্রীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আনন্দমোহন সিংহ, মহারাসলীলা সেবা সংঘের সভাপতি প্রকৌশলী যুগেশ্বর চাটার্জ্জী, মণিপুরী যুবনেতা শ্যাম সিংহ, রূপেন সিংহ, প্রভাস চন্দ্র সিংহ গবেষনা কর্মকতা মণিপুরী ললিতকলা একাডেমী,নির্মল কুমার সিংহ মণিপুরী সমাজকল্যাণ সমিতির সভাপতি সিলেট জেলা শাখা ও মণিপুরী, সমাজকল্যাণ সমিতি সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক সংগ্রাম সিংহ।
রাত ১১ টায় আলোচনা সভা শেষে বাসক লীলা পরিবেশন করেন শ্রীমতি রীনা সিনহা। এরপর ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব স্মরণে দেবালয়ে শঙ্খধ্বনি ঊলুধ্বনি, প্রার্থনা, আরতির পর মহাপ্রসাদ বিতরণ করা হয়।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *