আপনারা আমাকে রতন থেকে এমপি রতন বানিয়েছেন

সুনামগঞ্জ – প্রতিনিধি : সুনামগঞ্জের জেলা মধ্যনগর এক জন সভায় ভাষনে বলে উঠলেন, “আমি রতন আপনাদের সৃষ্টি।আপনারা আমাকে রতন থেকে এমপি রতন বানিয়েছেন।তিন তিনবার আপনাদের ভালোবাসা দিয়ে আমাকে মহান সংসদে পাঠিয়েছেন।এলাকার উন্নয়নের লক্ষ্যে আমি আমার সাধ্য মত চেষ্টা করেছি।আমার নির্বাচনী এলাকায় স্কুল,কলেজ,মসজিদ, মন্দির, রাস্তা-ঘাট, কালভার্ট,ব্রিজ সহ সকল খাতে ব্যাপক উন্নয়ন হয়েছে। তারপরেও আমার ত্রুটি বিচ্যুতি থাকতেই পারে,আপনারা আমাকে বিশ লাখ চোখ দিয়ে দেখছেন আর আমি দু’চোখ দিয়ে সবাইকে দেখতে হয়।

বুধবার (৬ সেপ্টেম্বর) মধ্যনগর কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ১৫ বছরের উন্নয়ন ও অগ্রযাত্রায় বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এহসান আলী তালুকদারের সভাপতিত্বে ও যুগ্ন সাধারণ সম্পাদক মাহবুব আলম ফারুকীর সঞ্চালনায় বক্তব্য দেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি রেজাউল করিম শামীম, তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হোসেন খান, সাধারণ সম্পাদক অমল কর, জামালগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী, সাধারণ সম্পাদক এম নবী হোসেন, ধর্মপাশা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিস, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জিতেন্দ্র তালুকদার পিন্টু, ধর্মপাশা উপজেলা পরিষদ চেয়ারম্যান মোজাম্মেল হোসেন রোকন, জামালগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ইকবাল আল আজাদ,জেলা পরিষদ সদস্য আব্দুস সালাম,মধ্যনগর ইউপি চেয়ারম্যান সঞ্জিব রঞ্জন তালুকদার টিটু,মধ্যনগর উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহবায়ক মোবারক হোসেন তালুকদার,উপজেলা যুবলীগের সভাপতি মোস্তাক আহমেদ,সিনিয়র সহ সভাপতি আসাদুজ্জামান রোকন,সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়দুল ইসলাম খান রনি, যুবলীগের সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন, মৎস্যজীবী লীগের আহবায়ক রুহুল আমীন খান প্রমুখ।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *