মধ্যনগরে নবাগত ওসির সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা

সিলেট নিউজ টাইমস্ ডেস্ক:  সুনামগঞ্জের মধ্যনগরে নবাগত ওসি মো.এমরান হোসেনের সঙ্গে উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩১ আগস্ট) দুপুর ১২ টার সময় থানার অফিসার ইনচার্জের কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে নবাগত ওসি মো.এমরান হোসেন বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। পুলিশ ও সাংবাদিক কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করলে সমাজ থেকে অপরাধ অরাজকতা শিথিল সহ মাদক, সন্ত্রাস, ধর্ষণ, নারী নির্যাতন, বাল্যবিবাহ, ইপথিজিং, চাঁদাবাজি, ডাকাতি সবধনের অপরাধ নিয়ন্ত্রণে আনা যাবে।

এসময় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন উপজেলা প্রেস ক্লাবের সভাপতি এম এ মান্নান, নির্বাহী সভাপতি মো.আতিকুর রহমান ফারুকী, সাধারণ সম্পাদক অমৃত সামন্ত,সাংগঠনিক সম্পাদক আল আমিন আহমেদ সালমান কোষাধ্যক্ষ সুরঞ্জন তালুকদার, দপ্তর সম্পাদক আতাউর রহমান।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *