সুমন বনিক কবি ও ছোটোকাগজ অগ্নিশিখা সম্পাদক। এই গণ্ডির বাইরে তাঁর স্বতন্ত্র পরিচিতি আছে, দেশদেশান্তরে। আজ তার জন্মদিন। সৃষ্টির উত্থান, উদ্দীপনাকে উসকে দেওয়াই কবির জন্মদিন পালনের মূল লক্ষ্য। সূচনাবক্তব্যে ডক্টর আবুল ফতেহ ফাত্তাহ এ-কথাগুলো বলেন। তিনি সঞ্চালক এবং সভাপতির দায়িত্ব পালন করেন। কথা বলেন প্রধান অতিথি কবি ও গবেষক নৃপেন্দ্রলাল দাশ, কবি এ কে শেরাম, রবীন্দ্রগবেষক মিহিরকান্তি চৌধুরী, ডাক্তার বীরেন্দ্র দেব, ইঞ্জিনিয়ার বীরেন পাল, কবি পুলিন রায়, কবি নাজমুল হক নাজু, প্রাবন্ধিক নিয়াজউদ্দিন, অধ্যাপক আবদুল হান্নান, নাট্যকার সুফি সুফিয়ান, কবি মালেকুল হক, মুক্তিযুদ্ধ গবেষক হিমাংশু রঞ্জন দাশ, অ্যাডভোকেট আবুল ফজল ও কবি আবিদ ফায়সাল। সভার শুরুতে কেক কেটে, মিষ্টিমুখ করিয়ে এবং ফুল দিয়ে সুমন বনিককে শুভেচ্ছা জানানো হয়। এরপর আড্ডা এবং হাস্যরসের মাধ্যমে সুমনসন্ধ্যা যাপিত হয়। বিভিন্ন বিষয়ে কথা বলেন অনেকে। নৃপেন্দ্রলাল দাশ বলেন, সুমনসহ সকলের প্রতি প্রাণভরা ভালোবাসা। তিনি বলেন, মানুষের জীবন মূলত চল্লিশ বছরের। এই সময়ের ভেতরেই উল্লেখযোগ্য কাজগুলো করতে হয়। অতএব, সাবধানতার জন্যই জন্মদিন পালন করা এবং জীবন-যে ক্ষণস্থায়ী তা-ই মনে করিয়ে দেওয়া। সুমন বনিককে সময়ের সদ্ব্যবহার করতে হবে। তিনি সিলেটের গদ্যচর্চা নিয়ে অগ্নিশিখার একটা সংখ্যা বের করার আহ্বান জানান। তিনি রবীন্দ্রোক্তি দিয়ে শুভেচ্ছা জানান,’ আমি ভালোবেসেছি জীবনকে, প্রণাম করেছি মহৎকে।’ এ কে শেরাম বলেন, কবি হিসেবে সুমন যথেষ্ট উজ্জ্বল। তাঁকে আর উপেক্ষা করার প্রয়াস নেই। তাঁর সম্পাদিত ছোটোকাগজটিও উল্লেখ করতে হবে। জন্মদিনে তাঁকে অভিনন্দিত করি। মিহিরকান্তি চৌধুরী অগ্নিশিখা ফেসবুক পেইজ খোলার এবং শিশু-কিশোর উপযোগী একটা সংখ্যা করার আহ্বান জানান। কবি অভিভাষণে সুমন বনিক বলেন, মানুষ হিসেবে আমি বিবেক দ্বারা চালিত। যা আলোড়িত করে, তা-ই করার চেষ্টা করি। তবে পেশার ব্যস্ততার মধ্যে দিয়েও কবিতাযাপন করতে চাই। মূল কাজটা হলো মানুষের কাছে পৌঁছে যাওয়া। অবশ্য খুবই কম সময়ে আমি অনেকের ভালোবাসা পেয়েছি। এ-নিয়েই এবং সৃষ্টিশীল কর্মের মধ্য দিয়ে বাকি জীবনও যাপন করতে চাই। আবুল ফতেহ ফাত্তাহ সমাপনী বক্তব্যে বলেন, আধুনিক জীবনবোধ ও প্রাত্যহিক কর্মকোলাহল তাঁর কবিতায় ছায়া ফেলে। লোকমহাজনের অধিচিন্তা বিশুদ্ধ প্রেমদর্পণের ছায়ায় পরখ করার কৃৎকৌশল তাঁর সম্পাদনকর্ম ও অধ্যয়নে ধরা পড়ে। সুমনের গুণ সবার মাঝে ছড়িয়ে পড়ুক। বিজ্ঞানমুখী হোক আমাদের আগামী প্রজন্ম। এ-ই আজকের দিনের প্রত্যাশা। ঘাস প্রকাশন কার্যালয়ে এই সান্ধ্য আড্ডা অনুষ্ঠিত হয়।
কবি সুমন বনিকের জন্মদিনে সুধী সমাবেশ
কমেন্ট