মানুষের সেবা করার মনোভাব থেকেই রোটারিয়ানরা  কাজ করে যাচ্ছে: গভর্ণর মো: মতিউর রহমান

রোটারি ইন্টান্যাশানাল ৩২৮২ বাংলাদেশ এর গভর্ণর ইঞ্জিনিয়ার মো: মতিউর রহমান বলেছেন,  রোটারিয়ানরা সব সময় আর্তমানবতার কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। কোনো প্রতিদান নয়, মানুষ হিসেবে মানুষের সেবার মনোভাব থেকেই রোটারিয়ানরা  কাজ করে যাচ্ছে । সেবার মাধ্যমে রোটারীয়ানদের আত্বতৃপ্তি লাভ করে।

তিনি গতকাল মঙ্গলবার গোয়াইনঘাটের গহরা গ্রামে রোটারি ক্লাব সিলেট সেন্ট্রালের উদ্যোগে একজন দারিদ্র মহিলাকে একটি ঘর হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্য কালে একথা বলেন।

গতকাল মঙ্গলবার গোয়াইনঘাটের গহরা গ্রামে গৃহ হস্তান্তর অনুষ্ঠান ক্লাব প্রেসিডেন্ট রোটারিয়ান আফসার উদ্দিন আহমেদ চৌধুরী পিএইচএফ-এ সভাপতিত্বে ক্লাব সেক্রেটারী মনছুর আহমদ এর পরিচালনায়  অনুষ্ঠানে অন্যানোর মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন এরিয়া ডাইরেক্টর একে এম শামছুল হক দিপু ,রোটারিয়ান পিপি রোটারিয়ান সিদ্দিকুর রহমান পিএইচএফ, পিপি আব্দুল মুকিত, পি পি রোটারিয়ান এম এ রহিম আরএফএসএম, পিপি রোটারিয়ান বিকাশ কান্তি দাশ পিএইচএফ, পিপি রোটারিয়ান এডভোকেট মোজ্জাকির হোসেন কামালী, পিপি রোটারিয়ান আব্দুল মুহিত দিদার,  রোটারিয়ান আহমদ রশিদ চৌধুরী আরএফএসএম, রোটারিয়ান শিশির সরকার আরএফএসএম, রোটারিয়ান জুবায়ের আহমদ এলাকাবাসীর পক্ষে থেকে উপস্থিত ছিলেন মাষ্টার ইউসুফ জামাল, মাষ্টার সিরাজুল ইসলাম, স্থানীয় মেম্বার জসিম উদ্দিন, ব্যবসায়ী কয়েছ শাহরিয়ার, নজরুল ইসলাম ,ডাক্তার ওমর আলী, ইউনুস আলী , যুব নেতা ইসমাইল, মামুনর রশিদ ও দেলোওয়ার হোসেন মেম্বার প্রমুখ।

তিনি আরো বলেন, মানবতার কল্যাণে রোটারিয়ানদের বিশ্বজুড়ে সুখ্যাতি রয়েছে। প্রাকৃতিক দূর্যোগে মানুষের কল্যাণে পাশে দাঁড়িয়েছেন রোটারিয়ানরা। সিলেটের ভয়াবহ বন্যায়  ক্ষতিগ্রস্তদের জন্য মানবিক সহায়তা কর্মকান্ডে রোটারি ক্লাবগুলো প্রশংসনীয় অবদান রেখেছে।

উল্লেখ্য  রোটারি ক্লাব সিলেট সেন্ট্রালের এটি ২১তম গৃহ হস্তান্তর এ গৃহ নির্মানে তিনলক্ষ ৫৬হাজার টাকার ব্যয় হয়।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *