আরিফুল হকের বিদায় সংবর্ধনার লক্ষ্যে ব্যবসায়ী নেতৃবৃন্দের প্রস্তুতি সভা

কর্মক্ষেত্রে অসামান্য অবদান রাখায় এবং দায়িত্ব হস্তান্তরের মুহুর্তে সিলেটের কৃতি সন্তান, সিলেট সিটি কর্পোরেশনের ২বারের নির্বাচিত মেয়র আরিফুল হক চৌধুরীকে সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের পক্ষ থেকে বিদায় সংবর্ধনা উপলক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৮ আগস্ট) আল-হামরাস্থ অভিজাত হোটেলের কনফারেন্স হলে এই আলোচনা সভার আয়োজন করা হয়।

সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি আব্দুর রহমান রিপনের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, মহাজন পট্টি ব্যবসায়ী সমিতির রাসেল আহমদ, দরগা গেইট বাজার কমিটির মুফতি নেহাল উদ্দীন, নেহার মার্কেট কমিটির মো. আমজাদ আলী, জেল রোডের ব্যবসায়ী মো. মনিরুল ইসলাম, জেলা ফুল ব্যবসায়ী সমিতির রাসেল আলী, কাকলী শপিং সেন্টার ব্যবসায়ী কমিটির মো. জাকারিয়া ইমরুল, নয়াসড়ক ব্যবসায়ী কমিটির জুনেদ আহমদ, আলহামরা ব্যবসায়ী সমিতির ইসতিয়াক আহমদ সায়েল, কাজী ম্যানশন ব্যবসায়ী কমিটির রাহেল আহমদ চৌধুরী, সিলেট সিটি সেন্টার ব্যবসায়ী কমিটির আব্দুল মুমিন মল্লিক, মধুবন সুপার মার্কেট ব্যবসায়ী কমিটির মো. মনজুর আহমদ, কুমারপাড়া ব্যবসায়ী কমিটির মো. নাহিদুর রহমান, নয়াসড়ক বিজনেস এসোসিয়েশনের তাহমিদুল হাসান জাবেদ, হোসেন আহমদ, মো. আব্দুর রহমান দুদু, শ্যামলী মার্কেট ব্যবসায়ী কমিটির আক্তার হোসেন, আব্দুল মোক্তাদির, আল-হামরা শপিং সিটি ব্যবসায়ী কমিটির মো. সামছুল আলম, মো. শাহজাহান, মো. আলিম, হাসান মার্কেট কমিটির নিয়াজ মো. আজিজুল করিম, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের যুগ্ম সম্পাদক আব্দুল হাদী পাবেল, সাংগঠনিক সম্পাদক মো. আব্দুস সামাদ, মো. ইরশাদ প্রমুখ।

উল্লেখ্য, আগামী শনিবার (২ সেপ্টেম্বর) রাত ৮টায় নগরীর আল-মহামরা শপিং সিটির ৫ম তলার একটি অভিজাত হোটেলে মেয়র আরিফুল হক চৌধুরীকে সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের পক্ষ থেকে এক বিদায় সংবর্ধনার অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বিজ্ঞপ্তি

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *