স্পোর্টস ডেস্ক: বুধবার মুলতানে স্বাগতিক পাকিস্তান বনাম নেপাল ম্যাচের মধ্য দিয়ে পর্দা উঠবে এশিয়া কাপের। টুর্নামেন্টে অংশ নিতে সবার আগেই পাকিস্তান সফরে গেছে নেপাল ক্রিকেট দল।
এশিয়া কাপ শুরুর ঠিক তিন দিন আগে দলে পরিবর্তন আনল স্বাগতিক পাকিস্তান। তরুণ ব্যাটসম্যান তায়েব তাহিরকে বাদ দিয়ে বাঁহাতি মিডল অর্ডার ব্যাটসম্যান সৌদ শাকিলকে দলে নিয়েছে পাকিস্তান।
সৌদ শাকিলের ওয়ানডে রেকর্ড খুব একটা ভালো নয়। এখন পর্যন্ত ৬ ম্যাচ খেলা শাকিল ৫ ইনিংসে ব্যাটিং করার সুযোগ পেয়ে সব মিলিয়ে রান করেছেন ৭৬। সর্বোচ্চ ইনিংস ৫৬ রানের।
শনিবার আফগানিস্তানের বিপক্ষে সিরিজের শেষ ওয়ানডেতে খেলার সুযোগ পেয়ে ৬ বলে ৯ রান করে রানআউট হয়েছেন শাকিল। ওয়ানডেতে এখন পর্যন্ত নিজেকে মেলে ধরতে না পারলেও টেস্টে তার শুরুটা হয়েছে দারুণ। ৭ ম্যাচের ক্যারিয়ারে এরই মধ্যে ৬ ফিফটি ও ২ সেঞ্চুরির দেখা পেয়েছেন শাকিল।
টেস্ট ক্রিকেটের ইতিহাসে নতুন বিশ্ব রেকর্ডও গড়েছেন শাকিল। ক্যারিয়ারের প্রথম সাতটি টেস্টেই ফিফটি করা প্রথম ব্যাটসম্যান তিনি।