মামুন গাজী
……………………..
উৎসর্গ : স্নেহভাজন হাবিবুর রহমান ভূঁইয়া(সহকর্মী)
অদ্ভুত এক মোহময় মিষ্ঠি সকাল
স্নিগ্ধতা যেন ছড়িয়ে ছিটিয়ে ছিল সমগ্র ধরিত্রীতে
আজ যেন কিছু হতে চলেছে!
সবাই যেন কোন আগাম প্রত্যাশিত বার্তার জন্য অপেক্ষা করছে,যেমন অপেক্ষা করে নববধূ তার প্রেমিক থেকে প্রথম শৈল্পিক স্পর্শের জন্য…
আজ শিশিরভেজা সকালে তোমার উষ্ণ অধরে চুম্বন এঁকে দিতে ইচ্ছে করছে,তোমার সময় হবে কি একটু ফিরে তাকাবার?
সময় হোক বা না হোক তোমার জন্য এই প্রভাতের হাজারো গোলাপের নির্যাস ও শুভ কামনা…
ভালো থেকো প্রিয়তমা!
কমেন্ট