২০০৫ সালের ১৭ আগস্ট সংঘটিত দেশব্যাপী সিরিজ বোমা হামলার প্রতিবাদে সন্ত্রাস ও মৌলবাদের বিরোধী পদযাত্রা এবং সমাবেশ করেছে সিলেট জেলা ছাত্রলীগ। বৃহস্পতিবার (১৭ আগস্ট) দুপুরে নগরীতে পদযাত্রা শুরু করেন জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা।
এ সময় সিলেট ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলাম ও সাধারণ সম্পাদক রাহেল সিরাজ এর নেতৃত্বে পদযাত্রাটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
সিলেট ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলাম বলেন, এই বাংলাদেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ, এই বাংলাদেশ শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ। এখানে কোনো রকম জঙ্গিবাদের স্থান হবে না। এই বাংলাদেশে কোনো মৌলবাদী ও নৈরাজ্যকারীদের স্থান হবে না। এই বাংলাদেশ হবে বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ।
সিলেট জেলা সাধারণ সম্পাদক রাহেল সিরাজ বলেন, ২০০৫ সালে আজকের দিনে সারা দেশে একযোগে যে সিরিজ বোমা হামলা ঘটিয়েছিল তারই প্রতিবাদে আজকের পদযাত্রা, বিক্ষোভ মিছিল এবং বিক্ষোভ পরবর্তী সমাবেশ। আমরা এই আগস্ট শোকের মাসে বঙ্গবন্ধুসহ তার পরিবারের সব শহিদদের হারিয়েছি আর এই শোকের মাসেই বিএনপি জোট দেশকে অস্থিতিশীল করতে বারবার বাংলাদেশের স্বাধীনতার ওপর আঘাত হানার চেষ্টা করেছে। বিজ্ঞপ্তি
সিরিজ বোমা হামলার প্রতিবাদে সিলেট জেলা ছাত্রলীগের পদযাত্রা
কমেন্ট