সাম্রাজ্যবাদ ধ্বংসের অঙ্গীকার পুতিন-কিমের

সিলেট নিউজ টাইমস্ ডেস্ক:  উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন একে অন্যের মধ্যে চিঠি বিনিময় করেছেন।

চিঠিতে দুই নেতা দীর্ঘদিনের দ্বিপক্ষীয় কৌশলগত সম্পর্ক জোরদারসহ সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে একসঙ্গে লড়াই চালিয়ে সাম্রাজ্যবাদকে গুড়িয়ে দেওয়ার অঙ্গীকার করেন।

জাপানের কাছ থেকে কোরিয়ার স্বাধীনতা অর্জনের ৭৮তম বার্ষিকী উপলক্ষ্যে মঙ্গলবার তারা একে অপরকে চিঠি দেন।খবর রয়টার্সের।

পুতিনকে দেওয়া চিঠিতে কিম জং উন লেখেন, ২য় বিশ্বযুদ্ধে জাপানের ঔপনিবেশিক শক্তির বিরুদ্ধে লড়াইয়ের সময় গড়ে উঠেছিল কোরিয়া ও রাশিয়া ঐতিহাসিক বন্ধুত্ব। বর্তমানে সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়ছে পিয়ংইয়ং ও মস্কো। অভিন্ন লক্ষ্য অর্জনে পরস্পরকে সমর্থন ও নিরাপত্তা সহযোগিতার কথাও লেখেন।

অন্যদিকে, কিমকে লেখা চিঠিতে দুই দেশের কৌশলগত সম্পর্ক জোরদারের কথা বলেন পুতিন।

এর আগে গত মাসেই উত্তর কোরিয়া সফর করেন রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু। সোভিয়েত ইউনিয়নের পতনের পর এই প্রথম পিয়ংইয়ং গেলেন কোনো রুশ প্রতিরক্ষামন্ত্রী।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *