জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদত বার্ষিকী উপলক্ষ্যে জাতির জনকের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছে বাংলাদেশ সংগীত সংগঠন সমন্বয় পরিষদ সিলেটের নেতৃবৃন্দ। মঙ্গলবার (১৫ আগস্ট) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে স্থাপিত বঙ্গবন্ধুর মুর্যালে এই শ্রদ্ধা জানান তারা।
শ্রদ্ধাঞ্জলি অর্পনকালে উপস্থিত ছিলেন, বাংলাদেশ সংগীত সংগঠন সমন্বয় পরিষদ সিলেটের সহ সভাপতি রানা কুমার সিনহা, সহ সভাপতি নিপেন্দ্র পাল, সাধারণ সম্পাদক বিপ্রদাশ ভট্টাচার্য, উপদেষ্টা আহমেদ আল আজাদ, দপ্তর সম্পাদক অরুণ তালুকদার, অর্থ সম্পাদক সুকান্ত গুপ্ত, সাংস্কৃতিক সম্পাদক খোকন ফকির, সাংগঠনিক সম্পাদক ইকবাল সাঁই, প্রচার সম্পাদক এম আহমেদ আলী, নির্বাহী সদস্য শামসুল আলম সেলিম, বিশ্বদীপ লাল দাস , সুমন্ত গুপ্ত ও ওবায়দুল ইসলাম প্রমুখ। বিজ্ঞপ্তি