জাতীয় শোক দিবস ও হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, স্বাধীনতার মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদত বার্ষিকী উপলক্ষে শ্রদ্ধা জানিয়েছেন মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড সিলেট মহানগর এর নেতৃবৃন্দ।
মঙ্গলবার (১৫ আগস্ট) সকাল ১১টায় সিলেট জেলা প্রশাসক কার্যালয়ে স্থাপিত বঙ্গবন্ধুর ম্যুরালে এই শ্রদ্ধা নিবেদন করেন তারা।
শ্রদ্ধা নিবেদনকালে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা এস এম নাজিম উদ্দীন কমান্ডার, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড সিলেট মহানগর এর সভাপতি দেওয়ান মুরাদ হাসান, সাধারণ সম্পাদক মো. সুজন মিয়া, সাংগঠনিক সম্পাদক সাকলাইন দেওয়ান রুজেল, সহ-সাংগঠনিক সম্পাদক মুহিবুর রহমান মুহিব, হুমায়ুন কবির, প্রচার প্রকাশনা সম্পাদক হাসান আহমেদ, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শিপলু দাস, শিক্ষা পাঠাগার ও মিলনায়তন সম্পাদক মোছা. মিনারা বেগম, মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষণ বিষয়ক সম্পাদক শুবাশ চন্দ্র দেব নাথ, জাফরান সহ প্রমুখ। বিজ্ঞপ্তি
বঙ্গবন্ধুর ৪৮তম শাহাদত বার্ষিকীতে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড’র শ্রদ্ধা নিবেদন
কমেন্ট