জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন (বিপিজেএ) সিলেট বিভাগীয় কমিটির নেতৃবৃন্দ।
শনিবার (১৫ আগস্ট) সকাল ১০ টায় সিলেট জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গনে স্থাপিত বঙ্গবন্ধুর ম্যুরালে এই শ্রদ্ধা নিবেদন করা হয়।
শ্রদ্ধা নিবেদনকালে উপস্থিত ছিলেন এসোসিয়েশনের সভাপতি আব্দুল বাতিন ফয়সল, সিনিয়র সহ-সভাপতি ইউসুফ আলী, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক শাহিন আহমদ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক রেজা রুবেল, কার্যনির্বাহী কমিটির সদস্য শেখ আশরাফুল আলম নাসির, আনিস মাহমুদ, আনোয়ার হোসেন, সদস্য দুলাল হোসেন, বিলকিস আক্তার সুমি, শংকর দাস, ইকবাল মুন্সি, আব্দুল খালিক।
জাতীয় শোক দিবস উপলক্ষে বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন (বিপিজেএ) সিলেট বিভাগীয় কমিটির উদ্যোগে শনিবার (১৯ আগস্ট) এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে। উক্ত সভায় এসোসিয়েশন সকল নেতৃবৃন্দকে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়েছে।
জাতীয় শোক দিবসে ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের শ্রদ্ধাঞ্জলি নিবেদন
কমেন্ট