জাতীয় শোক দিবসে গণপূর্ত কল্যাণ সমিতির আলোচনা ও দোয়া মাহফিল

জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদত বার্ষিকী উপলক্ষ্যে গণপূর্ত কল্যাণ সমিতি সিলেটের উদ্যোগে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৫ আগস্ট) বিকেল ৩টা রেজিস্ট্রারী মাঠস্থ কার্যালয়ে এর আয়োজন করা হয়। দোয়া মাহফিলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ পরিবারের নিহত সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।

ঠিকাদার কল্যাণ সমিতির অন্যতম সদস্য সোহেল চৌধুরীর সভাপতিত্বে ও সাবেক ছাত্রনেতা বেলাল খানের পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর আওয়ামীলীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মহানগর আওয়ামীলীগের কৃষি বিষয়ক সম্পাদক সাবেক ছাত্রনেতা তপন মিত্র, মহানগর আওয়ামীলীগের অন্যতম সদস্য মহসিন আহমদ চৌধুরী, মহানগর আওয়ামীলীগের সদস্য সুদীপ দেব। প্রধান বক্তার বক্তব্য রাখেন, মহানগর শ্রমিকলীগের সভাপতি সাবেক ছাত্রনেতা এম শাহরিয়ার কবির সেলিম।
মহানগর আওয়ামীলীগের অন্যতম নেতা সজল চৌধুরী, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক দেবাংশু দাশ মিঠু, জেলা যুবলীগ নেতা রমিজ উদ্দিন, জেলা তাতীলীগের সাধারণ সম্পাদক সুজন দেবনাত, মহানগর যুবলীগ নেতা আনিসুর রহমান তিতাস, সাবেক ছাত্রনেতা মেহেদী হাসান ফয়েজ, ঠিকাদার কল্যাণ সমিতির সদস্য নুর আহমদ, সনজয় দেব, মো. গালিব, ঠিপাস রায়, রিপন আহমদ, দিপু আহমদ, সন্তোষ দেব, নৃপেন্দ্র কুমার দেব নিপু, বিধান পাল, আনছার আহমদ, আব্দুল জলিল, বিকাশ ঘোষ প্রমুখ।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *