জামিয়া মাহমুদিয়া ইসলামিয়া সোবহানীঘাট সিলেটের উদ্যোগে মাসিক ইসলামী মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৩ আগস্ট) বাদ মাগরিব সোবহানীঘাট মাদরাসা মসজিদে এই মাসিক ইসলামী মাহফিলের আয়োজন করা হয়।
জামিয়া মাহমুদিয়া ইসলামিয়া মুহতামিমে জামিয়া মাওলানা আহমদ কবীর বিন আমকুনীর সভাপতিত্বে ও হাফিজ মাওলানা আহমদ সগির বিন আমকুনীর পরিচালনায় উপস্থিত ছিলেন- সিলেট সিটি কর্পোরেশনের নব-নির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী।
মাসিক ইসলামী মাহফিলে বয়ান পেশ করেন দারুল উলূম নূরভাগ মাদরাসা খিলগাঁও, ঢাকা এর শায়খুল হাদীস মুফতি নজরুল ইসলাম ক্বাসিমী, হযরত মাওলানা মুফতি হাবিবুল্লাহ মাহমুদ ক্বসিমী।
উল্লেখ্য, প্রতি ইংরেজি মাসের ২য় রোববার সোবহানীঘাট মাদরাসা মসজিদে মাসিক ইসলাহী মাহফিল অনুষ্ঠিত হবে। এতে হযরত মাওলানা নজরুল ইসলাম ক্বাসিমী সহ বরেণ্য উলামা হযরাত উপস্থিত হয়ে ইসলাহী বয়ান পেশ করবে। এছাড়াও আগামী ১৮ ডিসেম্বর-২০২৩ইং তারিখে মাদরাসার বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হবে। বিজ্ঞপ্তি