বিনোদন প্রতিবেদন-শরীফ গাজী: মানুষের জীবনে বিনোদন একটা গুরুত্বপূর্ণ বিষয় আর সেক্ষেত্রে সঙ্গীত হল মানুষের জীবনে একটি অন্তরজাল হিসেবে বাস করে, যেখানে মানুষ তার অস্তিত্ব খুঁজে পায় সেটা হল সংগীত,- ঠিক তেমনি একজন যার নাম- আলী জাকের জনি দীর্ঘ ৭ বছর ধরে ইংল্যান্ড তথা (যুক্তরাজ্য) এর বাসীন্দা। জীবন জীবিকার তাগিদে দীর্ঘ দিন সংগীত চর্চা থেকে বিরত ছিলেন।
“সিলেটি রকার্জ” ফিউশন ব্যান্ড এর ফাউন্ডার ও ভোকাল আলী জাকের জনি- সিলেট নিউজ টাইমস্ কে জানান, সিলেটের আঞ্চলিক গান বিশেষ করে বাউল দের আধ্যাত্মিক গান গুলো, এবং নিজের লিখা ও সুর করা আনুমানিক ৯৯ টি মৌলিক গান বিশ্বের বুকে তুলে ধরতে চান।
অশ্লীলতা কে পাশ কাটিয়ে কিভাবে সিলেটের আধ্যাত্মিক গান গুলো আন্তর্জাতিক ভাবে কিভাবে পৃথিবীকে দেখানো যায় সেটাই জনির ভবিষ্যৎ পরিকল্পনা।
যদিও প্রবাসে ব্যস্ততা প্রচুর, তার পরেও তিনি সবার কাছে দোয়া চেয়েছেন আল্লাহ পাক যেন তাকে সেই সক্ষমতা দেন।
আলী জাকের জনির প্রথম গান ছিল নিজের দেশ এবং ক্রিকেট কে নিয়ে। যেটা প্রচার এর অভাবে ইউটিউব এ সারা ফেলতে পারেনি। অবেশষে সাক্ষাৎকারের শেষে সবার সহযোগিতা এবং আবার ও দোয়া চান আলী জাকের জনি।