সিলেট নিউজ টাইমস্ ডেস্ক: সিলেটের জৈন্তাপুর উপজেলায় চার কোটি টাকার বিভিন্ন প্রকার ভারতীয় পণ্য জব্দ করেছে বিজিবি। শুক্রবার রাতে ১৯ বিজিবি অভিযান পরিচালনা করে।
বিজিবি সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে ১৯ বিজিবির জৈন্তাপুর বিওপির আওতাধীন একটি টহল দল উপজেলার সারিঘাট এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানকালে একটি ট্রাককে চ্যালেঞ্জ করে বিজিবি। পরে ট্রাক রেখে চালক পালিয়ে যান।
বিজিবির টহল দল ট্রাকে তল্লাশি চালিয়ে বিভিন্ন প্রকার ৩ হাজার ৭৭২ পিস ভারতীয় শাড়ি এবং ৩৮ হাজার ৫১৪ পিস কসমেটিকস জব্দ করে। যার আনুমানিক মূল্য ৪ কোটি ১০ লাখ টাকার ওপরে।
১৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খন্দকার মো. আসাদুন্নবী বলেন, বর্তমান সরকারের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধকল্পে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে।