সিলেট নিউজ টাইমস্ ডেস্ক: জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু এমপি বলেছেন, আমরা একটি নিরপেক্ষ নির্বাচন চাই। দেশের মানুষও একটি গ্রহণযোগ্য নির্বাচন চায়। দেশের মানুষের ভোটের অধিকারের জন্য জাতীয় পার্টি এককভাবে কর্মসূচি দেবে। দেশের মানুষের ভোটের অধিকার নিশ্চিত করার সংগ্রামে সবাইকে এগিয়ে আসতে হবে।
বৃহস্পতিবার সকালে হবিগঞ্জে জাতীয় পার্টির সম্মেলনে যাওয়ার সময় মাধবপুর উপজেলা জাতীয় পার্টির কার্যালয়ে দলীয় নেতাকর্মী ও উপস্থিত জনতার উদ্দেশে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, রাজনৈতিক সমস্যা আলোচনার মাধ্যমেই সমাধান করতে হবে। আলোচনার মূল উদ্যোগ সরকারের পক্ষ থেকেই আসতে হবে। সংলাপ ছাড়া সমাধান হবে না। দেশের স্বার্থে মানুষের স্বার্থে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিএনপিসহ সবার সঙ্গে আলোচনায় বসতে হবে।
পার্টির সভাপতি আক্তার হোসেন মনির, সদস্যসচিব ফকির কাওসারসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মী ও মহাসচিবের সফরসঙ্গীরা উপস্থিত ছিলেন।