বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব এর ৯৩ তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে জালালাবাদ গ্যাস ট্রান্সমিসন এ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেড এর উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৮ আগস্ট) বাদ জোহর নগরীর মেন্দিবাগস্থ জালালাবাদ গ্যাস ভবন মসজিদে এই আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
জালালাবাদ গ্যাস ট্রান্সমিসন এ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেড এর ডিজিএম (এইচ আর) তৌফিকুল আহসান চৌধুরীর পরিচালনায় আলোচনা সভায় উপস্থিত ছিলেন, জালালাবাদ গ্যাস ট্রান্সমিসন এ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেড এর জিএম (প্ল্যানিং) প্রকৌশলী এবি এম শরীফ।
দোয়া মাহফিল পরিচালনা জালালাবাদ গ্যাস কোয়ার্টার জামে মসজিদের পেশ ইমাম করেন মাওলানা আকমল হোসেন। মোনাজাত শেষে উপস্থিত সকলের মাঝে শিরণী বিতরণ করা হয়।
বঙ্গমাতার জন্মবার্ষিকীতে জালালাবাদ গ্যাস ভবনে আলোচনা সভা ও দোয়া মাহফিল
কমেন্ট