স্পোর্টস ডেস্ক: এএফসি অনূর্ধ্ব-২৩ এশিয়া কাপের বাছাই পর্বের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। যুব এশিয়া কাপের বাছাই পর্বের জন্য মঙ্গলবার ৩৭ সদস্যের দল ঘোষণা করেছে বাফুফে।
এ ব্যাপারে মঙ্গলবার এক ভিডিও বার্তায় বাফুফের সহ-সভাপতি কাজী নাবিল আহমেদ বলেন, ৬ থেকে ১২ই সেপ্টেম্বর থাইল্যান্ডে এএফসি অনূর্ধ্ব-২৩ এশিয়া কাপ কোয়ালিফায়ার অনুষ্ঠিত হবে। এ উপলক্ষ্যে আগামীকাল বুধবার সাভার বিকেএসপিতে আমাদের অনূর্ধ্ব-২৩ দলের ক্যাম্প শুরু হবে।
তিনি আরও বলেন, অনূর্ধ্ব-২৩ দলের ক্যাম্পে প্রশিক্ষক হিসেবে থাকবেন জুলফিকার মাহমুদ মিন্টু।
কমেন্ট