কাল তৃণমূল নেতাদের যে বার্তা দিতে পারেন প্রধানমন্ত্রী

সিলেট নিউজ টাইমস্ ডেস্ক: গণভবনে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের বিশেষ বর্ধিতসভা রোববার (৬ আগস্ট) অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এতে জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিতে তৃণমূলের নেতাদের নির্দেশনা দেবেন দলের সভাপতি শেখ হাসিনা।

দলটির যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাছিম বলেছেন, নির্বাচনের প্রস্তুতি নিতে তৃণমূলের নেতাদের নির্দেশনা দেবেন সভাপতি শেখ হাসিনা।

আওয়ামী লীগের এ যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, জনগণ যাতে ভোটকেন্দ্রে স্বস্তিতে এসে ভোট দিতে পারে, সেই পরিবেশ রক্ষার জন্য আওয়ামী লীগের নেতাকর্মীদেরও দায়িত্ব আছে। সে কাজগুলো কীভাবে করা হবে, সে বিষয়টিও কিন্তু আমাদের নেত্রী এ বর্ধিতসভায় পরামর্শমূলক, দিকনির্দেশনামূলক বক্তব্য দেবেন।

এদিকে গণভবনে ৬ আগস্ট অনুষ্ঠেয় বর্ধিতসভা কেন্দ্র করে সাম্প্রতিককালের সবচেয়ে বড় সাংগঠনিক জমায়েতের প্রস্তুতি নিয়েছে আওয়ামী লীগ। এ সভায় নির্বাচন ও বিএনপির একদফার আন্দোলনকে সামনে রেখে দলীয় নেতা এবং জনপ্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

গণভবনের এ সভায় আওয়ামী লীগের সব সংসদ সদস্য, জেলা ও উপজেলা পরিষদের চেয়ারম্যান, সিটি করপোরেশন এবং পৌরসভার মেয়ররাও বর্ধিতসভায় উপস্থিত থাকবেন। সহযোগী সংগঠনের সভাপতি-সাধারণ সম্পাদকদের এ সভায় উপস্থিত থাকতে বলা হয়েছে। বর্ধিতসভায় সবাইকে সঙ্গে নিয়ে উপস্থিত থাকার জন্য জরুরি সাংগঠনিক নির্দেশনা প্রদান করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আওয়ামী লীগ সূত্র জানিয়েছে, ৬ আগস্ট অনুষ্ঠেয় গণভবনের সভায় ঢাকাসহ জেলায় জেলায় সরকার পতনে বিএনপি যে একদফা আন্দোলনের কর্মসূচি পালন করছে, তা রুখে দিতে নেতাকর্মীদের আহ্বান জানাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *