ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত নেতৃবৃন্দকে মেয়র আনোয়ারুজ্জামানের অভিনন্দন

বাংলাদেশ ফটো জার্নালিষ্ট এসোসিয়েশন (বিপিজেএ) সিলেট বিভাগীয় কমিটির ২০২৩-২০২৪ সালের নতুন নির্বাচিত নেতৃবৃন্দকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সিলেট সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী।
আজ শনিবার (৫ আগস্ট) বিকেলে গণমাধ্যমে পাঠানো এক অভিনন্দন বার্তায় তিনি বলেন, সাংবাদিকতায় সিলেটের
গৌরবময় ঐতিহ্য রয়েছে। সেই ঐতিহ্য ধরে রেখে এ অঙ্গনের মানুষজন এগিয়ে যাচ্ছেন। শুধু সিলেট নয়, জাতীয় পর্যায়েও সিলেটের অনেক সাংবাদিক আছেন, নেতৃত্ব দিচ্ছেন, যাদের নিয়ে আমরা গর্ববোধ করি।
তিনি বলেন, সিলেটের ফটো সাংবাদিকদের সমস্যাগুলো সমাধানে ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত নেতৃবৃন্দ গুরুত্বপূর্ণ অবদান রাখবেন বলেই আমার বিশ্বাস।
তিনি নির্বাচিত নেতৃবৃন্দের হাত ধরে এ সংগঠন বহুদূর এগিয়ে যাবে বলেও তার প্রত্যাশা ব্যক্ত করেন।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *